জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিভিন্ন দায়িত্ব থেকে ধারাবাহিকভাবে পদত্যাগ করতে শুরু করেছেন দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা।
শুক্রবার (৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক, দুই হলের প্রভোস্ট এবং প্রক্টরিয়াল বডির একাধিক সদস্য পদত্যাগ করেছেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্বের মধ্যে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ মেহেদী উল্লাহ। এ ছাড়া ছাত্রদের অগ্নিবীণা হলের প্রভোস্ট মো. মুশফিকুর রহমান (হীরক মুশফিক) এবং ছাত্রীদের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট ইন্দ্রানী মণ্ডল পদত্যাগ করেছেন।
অন্যদিকে সহকারী প্রক্টরের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক গাজী আরাফাত উজ জামান মার্কনী, পপুলেশন সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম এবং থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মাজহারুল হোসেন তোকদার ও মেহেদী তানজির।
এর আগে গত ৮ আগস্ট প্রক্টরের দায়িত্ব থেকে সঞ্জয় কুমার মুখার্জিকে অব্যাহতি প্রদান করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান।
মন্তব্য করুন