ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামালসহ বিশ্ববিদ্যালয়ের ছয় হলের প্রাধ্যক্ষ ও এক হোস্টেল প্রধান পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন একজন বলেন, উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ কামাল গত ৬ আগস্ট সংশ্লিষ্ট কার্যালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
এদিকে, শনিবার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, রোকেয়া হল, শামসুন নাহার হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ও শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ, জহুরুল হক হলের আরও চার হাউস টিউটর এবং নবাব ফয়জুন্নেসা চৌধুরানী ছাত্রীনিবাস প্রধান ভাইস চ্যান্সেলর অফিসে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানায় একাধিক সূত্র।
অন্যদিকে, জাতির জনক বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আকরাম হোসেনেরও পদত্যাগ করার কথা শোনা যাচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে তিনি কালবেলাকে বলেন, গতকাল (৯ আগস্ট) আমার চাকরির মেয়াদ শেষ হয়েছে। আমার পদত্যাগ করতে হয়নি।
মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, আমি আজ পদত্যাগ করেছি। ভাইস চ্যান্সেলরের অফিসে পদত্যাগপত্র জমা দিয়েছি। অন্যদের খবর বলতে পারছি না।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের এক কর্মকর্তা কালবেলাকে জানান, আজ প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার কর্মকর্তা-কর্মচারীদের থেকে বিদায় নিয়ে গেছেন। পদত্যাগপত্র জমা দিয়েছেন কিনা জানি না।
এ বিষয়ে অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার বলেন, আমি পদত্যাগ করিনি এখনো, শিগগিরই করব হয়তো। ভিসির পদত্যাগের কথা শুনেছিলাম, তবে বেশিকিছু জানি না।
পদত্যাগের বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামালকে কল দিলে ফোন বন্ধ পাওয়া যায়।
মন্তব্য করুন