জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর রহমান হলে স্নাতকোত্তর সম্পন্নকারী অথবা নিয়মিত ছাত্রত্ব নেই, এমন শিক্ষার্থীদের আগামী ১৫ দিনের মধ্যে সিট বাতিল করে হল ছাড়ার নির্দেশ দিয়েছে প্রশাসন।
বৃহস্পতিবার (৮ আগস্ট) বঙ্গবন্ধু হলের দায়িত্বপ্রাপ্ত প্রভোস্ট মো. রাকিবুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে স্নাতকোত্তর সম্পন্নকারী বা নিয়মিত ছাত্রত্ব নেই এমন শিক্ষার্থীদের আগামী ২৩ আগস্টের মধ্যে হলের সমস্ত বকেয়া পরিশোধ করে সিট বাতিল করতে বলা হয়েছে। পাশাপাশি যেসব বিভাগে স্নাতকোত্তর প্রোগ্রাম চালু নেই ওই সব বিভাগের স্নাতক সম্পন্নকারীদের ক্ষেত্রে এই আদেশ কার্যকর হবে বলে জানানো হয়। এ ছাড়া হলের আবাসিক শিক্ষার্থীদের দ্রুত হলে উঠতে বলা হয়েছে। তাছাড়া আবাসিক শিক্ষার্থী নয় এমন কেউ হলে অবস্থান করতে পারবে না বলেও জানানো হয়।
এর আগে গত ৬ আগস্ট বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্যে হলে অবৈধভাবে দখলকৃত সিট বাতিলসহ ৭ দফা দাবি জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এ সময় ২৪ ঘণ্টার মধ্যে হলে অবৈধভাবে সিট দখলকৃত সবাইকে উপস্থিত থেকে নিজেদের জিনিসপত্র নিজ দায়িত্বে সরিয়ে নেওয়া এবং নিজ নিজ রুমের চাবি হল প্রশাসনের কাছে জমা দেওয়ার দাবি জানায় শিক্ষার্থীরা।
মন্তব্য করুন