জবি প্রতিনিধি
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৪, ০৬:৪৩ পিএম
অনলাইন সংস্করণ
শেখ হাসিনার পদত্যাগ

জবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিজয় মিছিল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের মিছিল। ছবি : কালবেলা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের মিছিল। ছবি : কালবেলা

স্বৈরাচার শেখ হাসিনার পদত্যাগে বিজয় মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (০৬ আগস্ট) বিকাল ৩টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কাঁঠাল তলা থেকে বিজয় মিছিল শুরু হয়ে ক্যাম্পাস, বাহাদুর শাহ পার্ক প্রদক্ষিণ করেন তারা। পরে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে সমন্বয়করা বক্তব্য রাখেন।

বক্তব্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক ইভান তাহসীব বলেন, আমরা অনেক আত্মত্যাগের পর আমরা বিজয়ী হয়েছি। আমরা আমাদের আবু সাইদ, মুগ্ধকে হারিয়েছে। যখন শেখ হাসিনার পদত্যাগ হয়েছে, সারা দেশের মানুষের মুখে উজ্জ্বল হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের বিজয় হলেও সারা দেশে সংখ্যালঘুদের ওপর আক্রমণ করা হচ্ছে। আমাদের আন্দোলনকে কলঙ্কিত করতে চেষ্টা করছে একটা দল। আমাদের সচেতন থাকতে হবে। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আরেক সমন্বয়ক মাসুদ রানা বলেন, আমাদের ফেসবুক স্ট্যাটাস যারা স্ক্রিনশট দিয়ে রেখেছিল, আমাদের নানা ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল, তাদের জায়গা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হবে না। এ সময় শিক্ষার্থীরা ‘হৈহৈ রৈরৈ, ছাত্রলীগ গেলি কই?’ ‘জেগেছে রে জেগেছে রে, ছাত্রসমাজ জেগেছে’ ‘দিয়েছি তো রক্ত, আরও দিবো রক্ত’-সহ ইত্যাদি স্লোগান দেন।

এর আগে এদিন জোহরের নামাজের পরে সারা দেশে কোটা সংস্কারের আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জোহরের নামাজ শেষে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় ইসলামিক ইস্টাডিজ বিভাগের অধ্যাপক রইছ উদ্দিন বলেন, দীর্ঘ ১৬ বছর পর আমাদের দেশ জুলুমের হাত থেকে স্বাধীন হয়েছে। এই জালিমের হাত থেকে আমরা রক্ষা পেয়েছি তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আর এই জুলুমের বিরুদ্ধে সংগ্রাম করে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করেই এই মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এদিন সকাল ১০টায় দেশের সাম্প্রতিক পরিবর্তিত পরিস্থিতি ও করণীয় বিষয়ে জবির বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দলের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন দলের সভাপতি অধ্যাপক ড. মোশাররফ হোসেন ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদদীন।

সভার শুরুতেই জালিমের সকল প্রকার জুলুমের নাগপাশ থেকে দেশ মুক্ত হওয়ায় আল্লাহর দরবারে শুকরিয়া জানিয়ে এবং এ মুক্তির আন্দোলনে যারা প্রাণ বিসর্জন দিয়েছেন তাদের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিমে না যেয়েই যেভাবে বাড়তি ওজন কমাবেন

আন্দোলনে আহত গুলিবিদ্ধ কারিমুল মারা গেছেন

মাদককারবারিদের হামলায় অবসরপ্রাপ্ত দুই সেনা সদস্য আহত

আহত শিমুল আহমেদের পাশে তারেক রহমান

ডিমলায় ভাঙন আতঙ্কে তিস্তাপাড়ের বাসিন্দারা

বাংলাদেশি নাগরিকদের ভিসা নিয়ে অবস্থান জানাল ভারত

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত থেকে সরানো হলো র‌্যাবকে

গণপিটুনিতে রেনু হত্যা মামলার রায় পেছাল

যেসব ভুলের কারণে ফ্রিজ দ্রুত নষ্ট হয়

টেস্টের মাঝে তাসকিনের টি-টোয়েন্টি প্রস্তুতি

১০

ছাত্র-জনতার আন্দোলনে ‘মাস্টারমাইন্ড’ নিয়ে ফাহামের স্ট্যাটাস

১১

আগামী ২ দিন কেমন থাকবে আবহাওয়া

১২

লাঞ্চের আগে মুমিনুলের শতক

১৩

দাঁড়িয়ে থাকা ভ্যানে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ২

১৪

ফার্নান্দেজের প্রথম লাল কার্ডের দিনে টটেনহামের জয়

১৫

এনএইচকের সাক্ষাৎকার / নির্বাচন কখন হবে জানালেন প্রধান উপদেষ্টা

১৬

শফিক রেহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার

১৭

নেপালে ভয়াবহ বন্যায় ১৫১ জনের মৃত্যু, স্কুল বন্ধ ঘোষণা

১৮

ফুলবাড়ী উপজেলা আ.লীগ নেতা হারুন কারাগারে

১৯

চট্টগ্রামে তেলবাহী জাহাজে ভয়াবহ আগুন

২০
X