শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সংহতি জানিয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয় শিক্ষকেরা। শুক্রবার (২ আগস্ট) এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। বিবৃতির বিষয়টি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র নিশ্চিত করেছে। তবে এ বিষয়ে কারও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায় নি।
ব্র্যাক বিশ্ববিদ্যালয় সূত্রের পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক সহিংসতায় অনেকে আহত হয়েছে এবং অনেকের মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আমরা, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গভীরভাবে মর্মাহত। এই ভয়াবহ অবিচার উপেক্ষা করা সম্ভব নয় এবং দায়ী ব্যক্তি ও গোষ্ঠীদের তাদের কর্মকাণ্ডের জন্য জবাবদিহি করতে হবে।
এতে বলা হয়, শিক্ষক হিসেবে আমরা ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক, এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা ছাত্রদের শান্তিপূর্ণ এবং বৈধ প্রতিবাদের অধিকার সমর্থন করি। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে দেখছি যে, এই অধিকার রক্ষা হয়নি। অনেক ছাত্র এখনো হয়রানির সম্মুখীন হচ্ছে, এই বিষয়টি নিয়ে আমরা অত্যন্ত বিচলিত। আমরা এসব ঘটনার ফলে ছাত্রদের শিক্ষাজীবনে যেভাবে বিঘ্ন ঘটছে তা নিয়ে উদ্বিগ্ন এবং শিক্ষার্থী, শিক্ষাপ্রতিষ্ঠান ও জাতির ওপর সাম্প্রতিক ঘটনাবলির দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে আতঙ্কিত।
বিবৃতিতে আরও বলা হয়, আমরা ছাত্রসমাজ, তাদের পরিবার এবং এই মর্মান্তিক ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের সঙ্গে আন্তরিক সংহতি জানাই। বর্তমান সংকট অর্থবহ সংলাপের মাধ্যমে সমাধান করতে হবে এবং স্থিতিশীলতা ও ন্যায়বিচার পুনরুদ্ধারের জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে।
মন্তব্য করুন