কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একের পর এক উস্কানিমূলক পোস্ট দেওয়া হচ্ছে।
প্রাইভেট ইউনিভার্সিটি অ্যালায়েন্স অব বাংলাদেশ (পিইউএসএবি) নামের একটিসহ বেশকিছু পেজ থেকে এসব পোস্ট করা হচ্ছে।
ফেসবুকে যেসব পেজ ও গ্রুপ থেকে উস্কানিমূলক ও বিভ্রান্তিকর পোস্ট দেওয়া হচ্ছে সেগুলো নজরে রেখেছে সরকারের একটি গোয়েন্দা সংস্থা।
সংস্থাটির একজন কর্মকর্তা কালবেলাকে বলেন, এসব পেজ বা গ্রুপের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের কোনো সম্পৃক্ততা নেই। বিএনপি-জামায়াত তাদের সরকার পতনের আন্দোলনকে বেগবান করতে শিক্ষার্থীদের নামে পেজ খুলে এসব উস্কানি মূলক পোস্ট দিচ্ছেন।
পিইউএসএবি নামের পেজটিতে গিয়ে দেখা গেছে, সেখানে কোটাবিরোধী পোস্টের চেয়ে সরকার পতন বা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পোস্ট করা হচ্ছে বেশি। সেখানে গণঅভ্যুত্থান, ইন্টারনেট ব্যবস্থা, আমাদানি-রপ্তানি নিয়ে একের পর পোস্ট করা হচ্ছে।
মন্তব্য করুন