রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৫ জুলাই ২০২৪, ০৯:৩৫ পিএম
আপডেট : ২৫ জুলাই ২০২৪, ০৯:৪১ পিএম
অনলাইন সংস্করণ

আল্টিমেটাম দিয়ে রাবি শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

দাবি আদায়ে ৩০ দিনের আল্টিমেটাম দিয়ে সব কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে নির্ধারিত সময়ের মধ্যে তাদের আট দফা দাবি আদায় না হলে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনে নেতৃত্বদানকারী শিক্ষার্থী মোকাররম হোসেন বলেন, সারা দেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বর্তমানে একটি পর্যায়ে এসে পৌঁছেছে। আমাদের এক দফা দাবিটির সন্তোষজনক সমাধান হয়েছে। এতে সারা দেশের ছাত্রসমাজ সন্তুষ্ট। তবে আন্দোলনের মধ্যে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তার পরিপ্রেক্ষিতে ছাত্র আন্দোলনের আট দফা দাবি ছিল। আট দফা দাবির মধ্যে কোটা নিয়ে ইতোমধ্যে প্রজ্ঞাপন জারি হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলার বিষয়ে আইনমন্ত্রী আমাদের আশ্বস্ত করেছেন। কারফিউও শিথিল করা হচ্ছে এবং ধীরে ধীরে ইন্টারনেট সেবাও চালু হচ্ছে। এসবের বাইরে আমাদের দাবি হলো, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত শিক্ষার্থীদের নিরাপত্তা প্রশাসন কর্তৃক নিশ্চিত করতে হবে। অতিদ্রুত বিশ্ববিদ্যালয় খুলে দিতে হবে।

শিক্ষার্থীদের দাবি, আইনশৃঙ্খলা বাহিনী শুধু ক্যাম্পাসের প্রবেশদ্বারে অবস্থান করবে। আবাসিক হলগুলোতে শুধু বৈধ শিক্ষার্থীদের আবাসন নিশ্চিত করতে হবে। শহীদ ও ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পরিবারে ক্ষতিপূরণ এবং তাদের কর্মসংস্থান নিশ্চিত করতে হবে; আন্দোলনে নিহত শিক্ষার্থীদের জন্য দায়ী ব্যক্তিদের নিয়ে দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিল করতে হবে।

এই শিক্ষার্থী আরও বলেন, আমরা দেখছি সরকার ধীরে ধীরে আমাদের দাবি মেনে নিচ্ছে। তার পরিপ্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আজ থেকে সব ধরনের কর্মসূচি প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোনো তৃতীয় পক্ষ এসে আমাদের অহিংস আন্দোলনকে সহিংস করবে, এই সুযোগ আমরা আর দেব না। আমরা আশা করছি, সরকার দ্রুত আমাদের আট দফা দাবি পূরণ করে সারা বাংলাদেশে শান্তি ফিরিয়ে শিক্ষার পরিবেশ নিশ্চিত করবে। আগামী ৩০ দিনের মধ্যে আমাদের দাবি আদায় না হলে আমরা আবারও মাঠে নামব।

শিক্ষার্থীদের বিরুদ্ধে ছাত্রলীগের মামলা দায়ের প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, আমি এখনও মামলার বিষয়ে শুনিনি। যদি আমাদের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হয়ে থাকে তাহলে দ্রুত তা প্রত্যাহার করে নিতে হবে। কারণ আমরা সাধারণ শিক্ষার্থীরা কোনো সহিংস কর্মকাণ্ডে জড়িত ছিলাম না। আইনমন্ত্রী যেহেতু বলেছেন, অবশ্যই এই মামলা প্রত্যাহার হবে। এই মামলা প্রত্যাহার না হলে আমরা আন্দোলনে নামব।

সংবাদ সম্মেলনে রাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্বে থাকা শিক্ষার্থীদের মধ্যে গণিত বিভাগের সুজন ভৌমিক, অর্থনীতি বিভাগের তোফায়েল আহমেদ ও মনিমুল হক এবং আরবি বিভাগের শিক্ষার্থী রেজোয়ান গাজী মহারাজ প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৬ জুলাই বিকালে শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের বিভিন্ন হলকক্ষ ভাঙচুর এবং মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনায় রাবি শিক্ষার্থীসহ ২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত ১৭ জুলাই শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কাইয়ুম মিয়া বাদী হয়ে নগরীর মতিহার থানায় এই মামলা করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত থাকা পাঁচ শিক্ষার্থীর মধ্যে তোফায়েল আহমেদ এবং মনিমুল হকও এই মামলার অন্যতম আসামি বলে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিছিলে বিএনপি নেতার গুলির প্রতিবাদে বিক্ষোভ

রৌমারীতে ব্যবসায়ীদের আহ্বায়ক কমিটির শপথ অনুষ্ঠিত

৬৫ ভরি স্বর্ণ ছিনিয়ে নেয়ায় মামুনের বিরুদ্ধে যুবদলের মামলা

আওয়ামী লীগ নেতাকর্মীদের ইসলামী আন্দোলনে যোগদান

ক্ষমা পেয়ে আমিরাত থেকে ১২ জন ফিরছেন চট্টগ্রামে

‘ছাত্র জনতার আন্দোলনে হাসিনা সরকার দুই ভাবে পরাজিত’

মহানবীকে (সা.) কটূক্তিকারী সেই যুবকের বিরুদ্ধে মামলা

শিবচর আঞ্চলিক সড়কে গ্রামবাসীর বৃক্ষরোপণ

মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ ধামাচাপা, ৭ দিন পর ফাঁস

১২ দিনেও মেলেনি রানীনগরে নিখোঁজ নার্গিসের সন্ধান

১০

দায়িত্বশীলদের নিয়ে সাতক্ষীরায় ছাত্র শিবিরের সমাবেশ

১১

আযহারী শিক্ষার্থীরা হবে বাংলাদেশ ও মিশরীয় ঐতিহ্যের সেতুবন্ধন : মিশরীয় রাষ্ট্রদূত

১২

রাজশাহীতে বস্তাভর্তি দেশীয় অস্ত্র উদ্ধার

১৩

আন্দোলনের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ কর্মীকে গণধোলাই

১৪

আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিক অসন্তোষ ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে শ্রমিক সমাবেশ

১৫

কেন্দ্রীয় নেতাদের কাছে অভিযোগকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

১৬

পাকিস্তানের জলসীমায় বিপুল তেল-গ্যাস মজুতের সন্ধান

১৭

বিসিবির দুর্নীতির তদন্ত দাবি সাবেকদের

১৮

পাবিপ্রবি ছাত্রলীগ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে তুলে নেওয়ার অভিযোগ

১৯

জেল খেটেছি তবু শেখ হাসিনার মতো পালিয়ে যাইনি : সাবেক এমপি হাবিব

২০
X