জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সামনে থেকে কোটা আন্দোলনকারী সন্দেহে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রকে পুলিশ তুলে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে থেকে তাদের আটকের এ ঘটনা ঘটে।
ওই শিক্ষার্থীরা হলেন কম্পিউটার সায়েন্সের ১৪তম আবর্তনের মো. অপূর্ব কর্মকার ও খন্দকার জালাল।
জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত কর্মসূচি কমপ্লিট শাটডাউন থাকায় ক্যাম্পাসের সামনে আগে থেকেই পুলিশের কড়া অবস্থান ছিল। সকাল থেকেই মানুষজন জড়ো হলে সরিয়ে দিচ্ছিল পুলিশ। পরে দুপুর সাড়ে ১২টার দিকে জবির প্রধান ফটকের সামনে থেকে দুজন শিক্ষার্থীকে সন্দেহভাজন হিসেবে তুলে নিয়ে যায় কোতোয়ালি থানা পুলিশ।
তবে শিক্ষার্থীদের তুলে নেয়ার বিষয়টি অস্বীকার করেছে পুলিশ। কোতোয়ালি জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. বদরুল হাসান বলেন, এমন কোনো ঘটনা ঘটেছে কি না আমার জানা নেই। তবে আমি খোঁজ নিয়ে দেখছি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, আমার সঙ্গে থানায় কথা হয়েছে। মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেবে পুলিশ। সহকারী প্রক্টরকে থানায় পাঠানো হয়েছে।
মন্তব্য করুন