তোমরা এক ঘণ্টার মধ্যে হল থেকে বের হয়ে যাও, নইলে পুলিশ তোমাদের বের করবে বলে শিক্ষার্থীদের জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বেগম সিরাজুন্নেছা চৌধুরী ছাত্রী হলের প্রভোস্ট অধ্যাপক জোবাইদা কণক।
এ সময় আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে পুলিশ দিয়ে জোরপূর্বক থেকে বের করে দেওয়ার অভিযোগ করেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ৮টা থেকে হলের প্রতিটি রুমে গিয়ে শিক্ষার্থীদের এক ঘণ্টার মধ্যে হল ছাড়ার আলটিমেটাম দেয় প্রশাসন।
কোটা আন্দোলনকারী লুবনা বলেন, প্রভোস্ট মেয়েদের বলেছেন- তোমরা এক ঘণ্টার মধ্যে হল থেকে বের হয়ে যাও, নইলে পুলিশ তোমাদের বের করবে। আমি কিছুই জানি না। সাস্টের সবগুলো হল থেকে পুলিশ ছাত্রছাত্রীদের বের করে দিচ্ছে। মেয়েদের হল ঘেরাও করে রেখেছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী বলেন, শিক্ষার্থীদের ক্যাম্পাস ত্যাগ করতে বলা হয়েছে। এসব আমাদের নিয়ন্ত্রণে নেই।
মন্তব্য করুন