কোটাবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে চলমান পরিস্থিতিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালেল জন্য বন্ধ ঘোঘণা করা হয়েছে। সেই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে দ্রুত হলত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৭ জুলাই) দুপুরে উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এ সকালে বিশেষ সিন্ডিকেট সভাটি অনুষ্ঠিত হয়। সিন্ডিকেট সভায় সরকারের সিদ্ধান্ত মোতাবেক শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয় বিবেচনা করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। একইসঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আবাসিক হল ত্যাগের নির্দেশনা দিয়ে নিরাপদ আবাসস্থলে অবস্থানের নির্দেশনা প্রদান করা হয়।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শাহ্ আজম বলেন, আমরা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বিশেষ সিন্ডিকেট সভার আয়োজন করেছি। আমাদের শিক্ষার্থীরা যেন নিরাপত্তাহীনতায় না থাকে সে বিষয়টি বিবেচনা করে আমরা তাদেরকে নিরাপদ আবাসস্থলে অবস্থানের নির্দেশনা প্রদান করেছি। আমাদের শিক্ষকরা শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়ার বিষয়ে তাদের যথাযথ দায়িত্ব পালন করছেন এবং শিক্ষার্থীরা নিরাপদে তাদের আবাসস্থলে ফিরে না যাওয়া পর্যন্ত তা দেখভাল করবেন।
মন্তব্য করুন