চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া রাত সাড়ে ১০টার মধ্যেই হল ছাড়ারও নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
বুধবার (১৭ জুলাই) দুপুরে চবি উপাচার্য অধ্যাপক ড. আবু তাহেরের সভাপতিত্বে সিন্ডিকেটের এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনলাইনে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে সিদ্ধান্তটি নিশ্চিত করেন সিন্ডিকেট সদস্য মোহাম্মদ আলী।
মোহাম্মদ আলী বলেন, ‘সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়াও সভায় শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করা হয়েছে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোহাম্মদ অহিদুল আলম বলেন, ‘শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বুধবার শাটল চলবে। তবে বৃহস্পতিবার থেকে ফের বন্ধ থাকবে। মেয়েদের হলে সাড়ে ৬টার পর এবং ছেলেদের হলে ১০টার পর কেউ থাকতে পারবে না। সবগুলো কক্ষ ও গেট সিলগালা করে দেওয়া হবে।’
এর আগে মঙ্গলবার রাতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সহকারী সচিব কাজী মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিরাপত্তার বিষয়টি বিবেচনায় দেশের সকল পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং ও অন্যান্য কলেজসহ সকল কলেজের শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আবাসিক হল ত্যাগের নির্দেশনা দিয়ে নিরাপদ আবাসস্থলে অবস্থানের নির্দেশনা প্রদানের নিমিত্ত নির্দেশক্রমে অনুরোধ জানানো হলো।
মন্তব্য করুন