জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রী হলের প্রভোস্ট ও হাউস টিউটরের কক্ষে তালা দিয়ে অবরুদ্ধ করে রেখেছেন ছাত্রীরা।
বুধবার (১৭ জুলাই) দুপুর দেড়টায় ছাত্রী হলে শিক্ষার্থীদের অবস্থানের বিষয় লিখিত বিজ্ঞপ্তি দান ও হলে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে তালা দিয়েছেন ছাত্রীরা।
হলের ছাত্রীদের অভিযোগ, গতকাল রাত থেকে বিশ্বিবদ্যালয় প্রশাসন পরিকল্পিতভাবে হলের ছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে। আজকে বিশ্বিবদ্যালয় কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দিয়ে বিকাল ৪টার মধ্যে হল ত্যাগ করতে বলেছে। আমরা বারবার দাবি জানিয়েছি, এত কম সময়ে হল ত্যাগ করা কোনোভাবে সম্ভব নয়। পরে হল প্রভোস্ট বলেছে যারা থাকবে, তাদের কোনো সমস্যা হবে না। হলের ওয়াই ফাই ও বিদ্যুৎ কিছুই বন্ধ করা হবে না। কিন্তু আমরা প্রভোস্টকে বলেছি এ বিষয়ে লিখিত নির্দেশনা দেওয়ার জন্য। কিন্তু প্রভোস্ট বলেছে, ওপর মহল থেকে নির্দেশনা না আসা পর্যন্ত তিনি কোনো লিখিত বিজ্ঞপ্তি দিতে পারবেন না।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রানী সরকার বলেন, আমরা মৌখিকভাবে সবাইকে বলে দিয়েছি, কাউকে হল থেকে চলে যাওয়ার জন্য জোর করা হবে না। হলের ওয়াই ফাই ও পানি বন্ধ করা হবে না।
মন্তব্য করুন