রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং কাপ্তাই উপজেলার বাংলাদেশ-সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (১৭ জুলাই) সকালে রাবিপ্রবির একাডেমি কার্যাক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বিকেল ৪টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়ে নোটিশ দিয়েছে রাবিপ্রবির উপ-রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান।
এর আগে মঙ্গলবার (১৬ জুলাই) রাতে বিএসপিআই ছাত্রাবাস ও ছাত্রীনিবাসের তত্ত্বাবধায়ক মোহাম্মদ ইকবাল হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম অর্নিদিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বুধবার সকাল ৭টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেই।
বুধবার (১৭ জুলাই) সকাল থেকে ইনস্টিটিউটের সুইডিশ ছাত্রাবাস এবং জাহাঙ্গীর ছাত্রাবাস দুটি থেকে শিক্ষার্থীদের হল ত্যাগ করে যেতে দেখা যায়। পাশাপাশি মেয়েদের একটি ছাত্রীনিবাসের সব ছাত্রীও হল ত্যাগ করেছেন বলে জানা গেছে।
বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই)-এর ছাত্রাবাস ও ছাত্রীনিবাসের তত্ত্বাবধায়ক মোহাম্মদ ইকবাল হায়দার বলেন, গতকাল রাতে শিক্ষার্থীদের হল ত্যাগের বিষয়টি জানানো হয়, আজ সকাল থেকে শিক্ষার্থীরা হল ছেড়ে গেছেন। আপাতত শ্রেণি কার্যক্রমও বন্ধ থাকবে।
নাম প্রকাশে অনিচ্ছুক মেকানিক্যাল বিভাগের ৬ষ্ঠ পর্বের শিক্ষার্থী জানান, গত রাতে নোটিশ হওয়ার পর যাদের বাড়িঘর কাছাকাছি ছিল তারা রাতেই হল ত্যাগ করেছে। আর যাদের বাড়ি দূরে তারা সকাল থেকে হল ত্যাগ শুরু করে।
মন্তব্য করুন