রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধসহ তিন দফা দাবিতে উত্তাল হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
বুধবার (১৭ জুলাই) বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবন ঘেরাও করে এই তিন দাবিতে অবস্থান নিয়েছেন হাজারও কোটা আন্দোলনকারী।
তাদের তিন দফা দাবি হলো- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজকের মধ্যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করতে হবে, দুপুর ২টার মধ্যে বিশ্ববিদ্যালয় বন্ধের নোটিশ প্রত্যাহার করতে হবে এবং আবাসিক হলগুলো খুলে দিতে হবে৷
আন্দোলনকারীদের পক্ষ থেকে এসব দাবি তুলে ধরে স্টুডেন্টস রাইটস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফাহিম রেজা বলেন, ‘আপনারা কর্মবিরতিতে থেকে কীভাবে সিন্ডিকেট সভা করেন। আপনাদের কর্মবিরতি কি শুধু টাকার জন্য? আমরা যৌক্তিক দাবিতে আন্দোলন করছি। তাহলে কেন বিশ্ববিদ্যালয় ও হল বন্ধ ঘোষণা করা হলো। আজকের মধ্যে আমাদের তিনটি দাবি মেনে নিতে হবে। মেস মালিক সমিতিকে চিঠি দিয়ে মেস ও বাসাগুলো খুলে দিতে হবে।’ দাবি আদায় নাহলে তারা প্রশাসন ভবনের সামনেই অবস্থান করবেন বলে জানান তিনি।
এ সময় প্রশাসন ভবনের ফটকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক, ছাত্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম সাউদসহ প্রক্টরিয়াল বডির সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় আন্দোলনকারীরা ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দিতে দেখা গেছে।
এদিকে দুপুর দেড়টায় এই প্রতিবেদন লেখার সময় প্রশাসন ভবনের সামনে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা।
আন্দোলনের বিষয়ে জানতে চাওয়া হলে বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য অধ্যাপক ড. সুলতান-উল ইসলাম টিপু বলেন, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সিন্ডিকেট সভার মাধ্যমে ক্যাম্পাস ও হল বন্ধ ঘোষণা করা হয়েছে। হল খুলে দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন করছে করতে থাকুক।
মন্তব্য করুন