জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) জরুরি সিন্ডিকেটে শিক্ষার্থীদের হল ত্যাগের সিদ্ধান্ত নেওয়ার খবরে হল প্রাঙ্গণে জড়ো হয়ে প্রতিবাদ জানাচ্ছেন বিক্ষুব্ধ কোটা আন্দোলনকারী ছাত্রীরা। তারা হল না ছাড়ার ঘোষণা দিয়েছেন। ছাত্রীদের বিক্ষোভ-স্লোগানে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে উত্তেজনা বিরাজ করছে।
এর আগে আজ বুধবার (১৭ জুলাই) উপাচার্যের কনফারেন্স রুমে এক জরুরি সিন্ডিকেট হয়। সেখানে সিদ্ধান্ত হয় বিকেল ৪টার মধ্যে হল ত্যাগ করতে হবে শিক্ষার্থীদের। এ সিদ্ধান্তের পরই হল প্রাঙ্গণে থালা, বাসন, চামচ নিয়ে বিক্ষোভ শুরু করেন ছাত্রীরা।
এ সময় ছাত্রীরা ‘প্রশাসনের সিদ্ধান্ত, মানি না, মানবো না’, ‘মানি না মানবো না, হল কারো বাপের না’, ‘হল আমাদের ঠিকানা, হল আমরা ছাড়বো না’সহ নানা স্লোগান দিতে থাকেন।
এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, আমরা প্রশাসনের এমন সিদ্ধান্ত মানি না। হল ছাড়তে আমাদের বাধ্য করা হচ্ছে।
হল প্রভোস্ট দীপিকা রাণী সরকার বলেন, এ মুহূর্তে কথা বলতে পারছি না। মেয়েরা নিচে নেমে আসছে। তারা হল ত্যাগ করতে চাচ্ছে না। বিষয়টি দেখছি।
মন্তব্য করুন