সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। পরে রেললাইন অবরোধ করেছে।
মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ৩ দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। এর আগে এখানে একটি সমাবেশ হয়। পরে বিকেল সাড়ে ৪টায় রেললাইন অবরোধ করেন তারা। এ সময় ঢাকাগামী জামালপুর কমিউনিটি ট্রেন আটকে দেন আন্দোলনকারীরা।
এ সময় শিক্ষার্থীরা সব গ্রেডে (৯ম-২০তম) অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে, সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম মাত্রায় এনে সংসদে জরুরি অধিবেশন আহবান এ কর্মসূচি পালন করে তারা।
আন্দোলনরত শিক্ষার্থী বলেন, কেউ যদি ভেবে থাকেন যে হামলা করে আমাদের আন্দোলন থামিয়ে দেওয়া যাবে তাহলে এটি একেবারে ভ্রান্ত ধারণা। আমাদের ভাইবোনেরা যেখানে রক্ত ঝড়াচ্ছেন সেখানে আমরা কোনোভাবেই চুপ করে থাকব না। আরও বেশি শক্তি সঞ্চয় করে আমরা এগিয়ে যাব।
আরেকজন বলেন, গতকাল কোটা সংস্কারের শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে ঢাবিসহ দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসীরা যে ন্যকারজনক ও পাশবিক হামলা চালিয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
মন্তব্য করুন