সরকারি চাকরির সব গ্রেডে বৈষম্যমূলক কোটার যৌক্তিক সংস্কার ও সারা দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা। এ সময় স্মারকলিপি প্রদানের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও সরকারের কোনো আশ্বাস এবং দৃশ্যমান পদক্ষেপ না নেওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন।
সোমাবার (১৫ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। বিশ্ববিদ্যালয়ের দেবদারু রোড হয়ে বিক্ষোভ মিছিলটি আব্দুল জব্বার মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে একটি সমাবেশের আয়োজন করা হয়। এ সময় প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, একতাই শক্তি। আমাদের মধ্যে যেন গ্রুপিং তৈরি না হয়। আমরা এখানে কেউ নেতা হওয়ার জন্যে আসিনি। অধিকার আদায়ের জন্যে এসেছি। তাই কেউ বিভ্রান্ত হবেন না।
আন্দোলনকারী শিক্ষার্থী সৌমি বড়ুয়া বলেন, আমরা একটি যৌক্তিক আন্দোলন করছি। আমাদের স্মারকলিপি জমা দেওয়ার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও সরকারের পক্ষ থেকে ফলপ্রসূ কোনো পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না। আমরা চাই আমাদের এ আন্দোলন আর দীর্ঘায়িত না হোক। আমাদের দাবি মেনে কোটার যৌক্তিক সংস্কারের জন্য সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি।
আন্দোলনকারী আরেক শিক্ষার্থী সাজেদুল ইসলাম শুভ বলেন, এক দফা দাবি পূরণ ও আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছি। আমরা চাই আমাদের পাঠানো স্মারকলিপি অনুযায়ী কোটার দ্রুত যৌক্তিক সংস্কার করা হোক। আমাদের দাবি না মানলে সারা দেশের ছাত্রসমাজ মিলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
মন্তব্য করুন