সারাদেশে কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে বিরূপ পরিস্থিতি তৈরি হওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রক্টরের নির্দেশে শাটল ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার (১৫ জুলাই) রাত থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রধান এ বাহনটি বন্ধ রাখা হয়।
মঙ্গলবার (১৬ জুলাই) কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ অহিদুল আলম।
তিনি বলেন, গতকাল একটি তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি যে, ক্যাম্পাসে শান্তি-শৃঙ্খলা নষ্ট করার জন্য একদল লোক শহর থেকে শাটল ট্রেনে করে চবিতে আসছে। এমন খবরে শাটল ট্রেন বন্ধ করে দেই। আজকে সারাদিন আমরা পরিস্থিতি পর্যবেক্ষণে রাখবো। যদি শৃঙ্খলা বজায় থাকে তাহলে বুধবার (১৭ জুলাই) থেকে ট্রেন চলবে।
এর আগে সোমবার চবি ক্যাম্পাসে চলমান কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। হামলায় দেশীয় অস্ত্র ব্যবহার করার ছবি ও ভিডিও সবর্ত্র প্রচার হয়েছে।
এদিন দুপুরে চবি শিক্ষার্থী খান তালাত মাহমুদ রাফীকে ছাত্রলীগের নেতাকর্মীরা শাটল ট্রেন থেকে তুলে নিয়ে যায়। পরে আন্দোলনকারীদের চাপের মুখে তাকে প্রক্টর অফিসে নিয়ে ছেড়ে দিতে বাধ্য হয় তারা।
চবি ক্যাম্পাসের ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় ছাত্রলীগের উপগ্রুপ সিক্সটি নাইনের অনুসারী নাঈম আরাফাত আন্দোলনকারী ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মাহবুব পাটোয়ারিকে রাস্তায় ফেলে পেটায় এবং অশ্লীলভাবে গালাগাল করে। নাঈম আরাফাত উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
মন্তব্য করুন