জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) উপাচার্য অধ্যাপক নূরুল আলমের বাসভবনে আশ্রয় নেওয়া শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। সোমবার (১৫ জুলাই) গভীর রাতে দেশীয় অস্ত্রসহ তারা দফায় দফায় হামলা চালায়।
জানা গেছে, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরতদের ওপর হামলার প্রতিবাদে সোমবার (১৫ জুলাই) রাত ৯টার দিকে উপাচার্য অধ্যাপক নূরুল আলমের বাসভবনের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ সময় তারা হামলার বিচারে দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে তাদের ওপর হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা।
শিক্ষার্থীরা জানিয়েছে, সোমবার কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নামেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে হামলার প্রতিবাদে তারা উপাচার্যের বাসভবন ঘেরাও করে। এ সময় ছাত্রলীগ তাদের ওপর হামলা করলে তারা উপাচার্যের বাসভবনে আশ্রয় নেন। সেখানে তাদের ওপর ঝাপিয়ে পড়ে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় কয়েক রাউন্ড গুলিও ছোড়া হয়।
জানা গেছে, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করছে পুলিশ।
এর আগে সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে ছাত্রলীগের নেতাকর্মীদের পাল্টা দৌড়ানি দেন আন্দোলনকারীরা।এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ শিক্ষার্থী আহত হয়।
এর আগে, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে গেলে অতর্কিত হামলা চালান ছাত্রলীগের নেতাকর্মীরা।
মন্তব্য করুন