নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) দিবস আজ। শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণ ছাড়াই নামমাত্র আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদ্যাপন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সোমবার (১৫ জুলাই) দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিল জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, আনন্দ শোভাযাত্রা, কেন্দ্রীয় শহীদ মিনার ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল।
সকালে জয়বাংলা ভাস্কর্য প্রাঙ্গণে পতাকা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম। পরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন ও কেক কাটা হয়।
এ সময় অন্যদের মাঝে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, রেজিস্ট্রার মোহাম্মদ জসীম উদ্দিন, নোবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মেজবাহ উদ্দিন পলাশ, সাধারণ সম্পাদক মো. ইবনে ওয়াজিদ ইমনসহ কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। তবে অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণ চোখে পড়েনি।
এদিকে বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপনকে কেন্দ্র করে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে শিক্ষার্থীদের মধ্যে। শিক্ষার্থীরা বলছেন, বিশ্ববিদ্যালয় দিবস শিক্ষার্থীদের নিয়ে আলাদা পরিকল্পনা থাকে। কিন্তু এখানে নামমাত্র আয়োজন দিয়েই শেষ হয় বিশ্ববিদ্যালয় দিবস। ছাত্ররা বরাবরই অবহেলিত। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা-সমালোচনা।
মন্তব্য করুন