কোটা সংস্কারের এক দফা দাবিতে ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-খুলনা মহাসড়কের জিরো পয়েন্ট এলাকা অবরোধ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) শিক্ষার্থীরা। সোমবার (১৫ জুলাই) বিকেলে শিক্ষার্থীরা খুবি ও কুয়েট শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে এসে মহাসড়কে অবস্থান নেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়।
পরে সন্ধ্যার কিছুক্ষণ আগে জিরো পয়েন্ট ছেড়ে দুই কিলোমিটার দূরে একই মহাসড়কের সাচিবুনিয়া মোড় অবরোধ করে শত শত শিক্ষার্থী। এখন পর্যন্ত অবরোধ রয়েছে।
শিক্ষার্থীরা বলছেন, বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে তাদের কোনো ক্ষোভ নেই। তবে মুক্তিযোদ্ধাদের নাতি-পুতিরা চাকরি পাবে কোটায়, এটা মেধাবীদের অবমূল্যায়ন ছাড়া আর কিছু নয়। এর প্রতিবাদ জানাতে এবং কোটা বাতিলের দাবিতে তারা বিক্ষোভ মিছিল করছেন।
এ সময় তাদের ‘আমাদের ধমনিতে লাখ শহীদের রক্ত’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘মেধা না কোটা? মেধা মেধা’, ‘মেধাবীদের কান্না, আর না, আর না’, ‘কোটার বিরুদ্ধে- লড়াই হবে একসাথে’ এমন সব স্লোগান দিতে শোনা যায়।
মন্তব্য করুন