কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন। তাদের স্লোগানে প্রকম্পিত হয়ে উঠেছে মধ্যরাতের নীরব ক্যাম্পাস। বর্তমান সেখানে উত্তেজনা বিরাজ করছে।
রোববার (১৪ জুলাই) রাত ১১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, কাজী নজরুল ইসলাম হল,শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল, শেখ হাসিনা হলে দফায় দফায় স্লোগান উঠে। এক পর্যায়ে রাত সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু ও নজরুল হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে জড়ো হোন।
মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, তারা অবিলম্বে কোটা সংস্কার চান। এ নিয়ে তারা কোনো অজুহাত মানবেন না।
ঢাবি, জবি, জাবি, চবি, ইডেন মহিলা কলেজ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল বের করার খবর পাওয়া গেছে। আন্দোলনকারীরা মিছিল শেষে জড়ো হয়ে প্রতিবাদ সমাবেশ করছেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা তাতীবাজার মোড় অবরোধ করেছেন। রোববার (১৪ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে মিছিল নিয়ে এসে তারা ওই সড়কে অবস্থান নেন।
এর আগে রাত পৌনে ১১টার দিকে ছাত্রীরা হল থেকে এবং আশেপাশে মেসে থাকা ছেরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জড়ো হন।
ইডেন মহিলা কলেজে কোটা বিরোধীরা বিক্ষোভ মিছিল করেছেন। অপরদিকে রাত ১১টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শামসুজ্জোহা চত্বরে একত্রিত হয়ে বিভিন্ন হল প্রদক্ষিণ করেন আন্দোলনকারীরা। পরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন তারা। এ ছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা।
মন্তব্য করুন