নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ১২ জুলাই ২০২৪, ০৯:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে নোবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

কোটা আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন নোবিপ্রবির শিক্ষার্থীসহ অন্য শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
কোটা আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন নোবিপ্রবির শিক্ষার্থীসহ অন্য শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

সারা দেশে শান্তিপূর্ণ কোটা আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীসহ নোয়াখালী জেলার শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান তারা।

শুক্রবার (১২ জুলাই) বিকেল ৪টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি নোয়াখালী শহরের প্রধান সড়ক হয়ে ডিসি অফিসের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

সমাবেশে কোটা সংস্কার নিয়ে আন্দোলনরত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান শিক্ষার্থীরা।

এ ছাড়াও ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘আমার ভাইয়ের ওপর হামলা কেন, বিচার চাই’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘কোটা পদ্ধতি নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’ ‘কোটা না মেধা, মেধা মেধা’ ইত্যাদি স্লোগান দেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, আমরা ইতোমধ্যে জেনেছি আমাদের আন্দোলনরত ভাই-বোনদের ওপর গুলি চালানো হয়েছে, গায়ে হাত তোলা হয়েছে। সারা দেশে চলমান শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে এমন হামলা সাধারণ শিক্ষার্থীরা মেনে নেবে না। হামলা করে শিক্ষার্থীদের দমিয়ে রাখা যাবে না। অতীতেও যায়নি।

বৈষম্যবিরোধী আন্দোলনের নোবিপ্রবির সমন্বয়ক জাহিদুল ইসলাম জাহিদ বলেন, আমরা বঙ্গবন্ধু, ভাসানীর ছাত্রসমাজ। আমাদের দাবি যতদিন পর্যন্ত মানা না হবে আমরা রাজপথ ছাড়ব না।

প্রশাসনকে উদ্দেশ করে তিনি বলেন, আমরা আপনার ছেলের কোটামুক্ত ভবিষ্যতের জন্য আন্দোলন করছি, তাহলে আমাদের ওপর হামলা কেন? আমরা কোনো সরকারবিরোধী আন্দোলন করিনি, তবে কেন আমাদের ওপর হামলা? তিনি প্রশাসনের প্রতি সহনশীল হওয়ার আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: কোটাবিরোধী আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নদী থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

রোমাঞ্চকর ড্রয়ে থামল লিভারপুল-ম্যান ইউর মহারণ

বিএনপি নেতা খালেকের মৃত্যুতে বাসায় ছুটে গেলেন জামায়াত আমির

নারীকে মারধরে জড়িতদের শাস্তির দাবি খ্রিস্টান অ্যাসোসিয়েশনের

খালেদা জিয়ার সঙ্গে রাষ্ট্রদূত মুশফিকুল আনসারীর সাক্ষাৎ

হাসনাতকে কড়া বার্তা দিলেন বিন ইয়ামিন

শ্রম সংস্কার কমিশনের সঙ্গে বাংলাদেশ হকার সংগ্রাম পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভারতীয় সাংবাদিক পালকি শর্মার প্রতিবেদন মিথ্যা : সিএ প্রেস উইং

স্থায়ী কমিটির সদস্যদের সাক্ষাৎ / জনগণ ও গণতন্ত্রের পক্ষে কাজ করার নির্দেশনা খালেদা জিয়ার

মুগ্ধ স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করল ‘চেতনায় বাংলাদেশ’

১০

প্রবীর মিত্র মারা গেছেন

১১

ছাত্রদলের সাবেক নেতার কবরে লুকানো ছিল অস্ত্র

১২

৭ জানুয়ারি লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

১৩

৫ আগস্টের পর আবারও চাঁদাবাজি শুরু হয়েছে : ফয়জুল করীম

১৪

মিসাইলও রুখে দেবে চীনের নতুন মেশিন গান

১৫

চাঁদাবাজির প্রতিবাদ করায় হুমকি, নাগরিক কমিটির প্রতিবাদ

১৬

কোনো পেশাই অসম্মানের না : রাজেকুজ্জামান

১৭

শীতে চুল পড়ার সমস্যা, যেসব অভ্যাসে মিলতে পারে সমাধান

১৮

দেবীগঞ্জে সহিংসতার মামলায় আ.লীগ নেতা শাহজাহান গ্রেপ্তার

১৯

এবার নারী লিগে ‘পুল প্রথা’!

২০
X