সারা দেশে শান্তিপূর্ণ কোটা আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীসহ নোয়াখালী জেলার শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান তারা।
শুক্রবার (১২ জুলাই) বিকেল ৪টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি নোয়াখালী শহরের প্রধান সড়ক হয়ে ডিসি অফিসের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
সমাবেশে কোটা সংস্কার নিয়ে আন্দোলনরত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান শিক্ষার্থীরা।
এ ছাড়াও ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘আমার ভাইয়ের ওপর হামলা কেন, বিচার চাই’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘কোটা পদ্ধতি নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’ ‘কোটা না মেধা, মেধা মেধা’ ইত্যাদি স্লোগান দেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, আমরা ইতোমধ্যে জেনেছি আমাদের আন্দোলনরত ভাই-বোনদের ওপর গুলি চালানো হয়েছে, গায়ে হাত তোলা হয়েছে। সারা দেশে চলমান শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে এমন হামলা সাধারণ শিক্ষার্থীরা মেনে নেবে না। হামলা করে শিক্ষার্থীদের দমিয়ে রাখা যাবে না। অতীতেও যায়নি।
বৈষম্যবিরোধী আন্দোলনের নোবিপ্রবির সমন্বয়ক জাহিদুল ইসলাম জাহিদ বলেন, আমরা বঙ্গবন্ধু, ভাসানীর ছাত্রসমাজ। আমাদের দাবি যতদিন পর্যন্ত মানা না হবে আমরা রাজপথ ছাড়ব না।
প্রশাসনকে উদ্দেশ করে তিনি বলেন, আমরা আপনার ছেলের কোটামুক্ত ভবিষ্যতের জন্য আন্দোলন করছি, তাহলে আমাদের ওপর হামলা কেন? আমরা কোনো সরকারবিরোধী আন্দোলন করিনি, তবে কেন আমাদের ওপর হামলা? তিনি প্রশাসনের প্রতি সহনশীল হওয়ার আহ্বান জানান।
মন্তব্য করুন