খুবি প্রতিনিধি
প্রকাশ : ১২ জুলাই ২০২৪, ০৮:৪১ পিএম
অনলাইন সংস্করণ

কোটাপ্রথা বাতিল করেই রাজপথ থেকে সরার ঘোষণা খুবি শিক্ষার্থীদের

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি : কালবেলা
খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি : কালবেলা

কোটাপ্রথা বাতিল করেই রাজপথ থেকে সরার ঘোষণা দিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ ও কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ সমাবেশে এ কথা জানান আন্দোলনরতরা।

শুক্রবার (১২ জুলাই) বিকেল ৫টায় খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেন তারা।

এর আগে দুপুর ৪টার দিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে সমবেত হন। এ সময় তাদের হাতে জাতীয় পতাকা, ঢোল, প্ল্যাকার্ডসহ বিভিন্ন ব্যানার ছিল। শিক্ষার্থীদের মিছিল নিয়ে স্লোগান দিতে দিতে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেন তারা এবং উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে বিক্ষোভ করেন। পরে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ‘বিজয় তোরণ’-এর সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিক্ষোভ কর্মসূচিতে শিক্ষার্থীরা ‘কুমিল্লায় হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, পদ্মা, মেঘনা, যমুনা, কোটাপ্রথা চাই না’, ‘খুলনা বিশ্ববিদ্যালয় নেমেছে, রাজপথ কেঁপেছে’, ‘ছাত্রসমাজ নেমেছে, রাজপথ কেপেছে’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, এমন নানা স্লোগান দেন।

বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশ হামলা করে কোন সাহসে। আমরা এর বিচার চাই। হামলা করে জোর খাটিয়ে আমাদের দাবায়ে রাখা যাবে না। ২০১৮ সালেও পারেনি ২০২৪ সালেও পারবে না। এই কোটাপ্রথা বাতিল করেই আমরা রাজপথ থেকে সরব।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জহুরুল তানভীর বলেন, আমরা পুলিশের ভয় করি না। কোনো অপশক্তি আমাদের আটকে রাখতে পারবে না। কোটা বাতিল না হলে এই আন্দোলন অনির্দিষ্টকালের জন্য চলতে থাকবে। দাবি আদায় না হলে আগামীতে এই আন্দোলন আরও বেগবান হবে।

গত ৫ জুন প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে, মুক্তিযোদ্ধাসহ অন্য কোটা বাতিল করে ২০১৮ সালে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। এরপরই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা বাতিলের দাবিতে আন্দোলনে নামেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: কোটাবিরোধী আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় যাবেন না

সমাজ ও রাষ্ট্রের শত্রুরা ওত পেতে আছে

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ গ্রেপ্তার

‘গণহত্যায় উসকানিদাতা কবি, সাহিত্যিক, সাংবাদিকদেরও বিচারের আওতায় আনা হবে’

জাবিতে গণধোলাইয়ের শিকার সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু ঘিরে রহস্য

বৈদেশিক ঋণ আবার ছাড়িয়েছে ১০০ বিলিয়ন ডলার

জাতিসংঘ শান্তিরক্ষা পদক পেলেন নৌবাহিনীর ২শ’ সদস্য

সিলেট জেলা ও মহানগর যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

জাহাঙ্গীরনগরে সাবেক ছাত্রলীগ নেতাকে গণপিটুনি, হাসপাতালে মৃত্যু

ডিপিডিসি কর্মকর্তা-কর্মচারী সমবায় সমিতির নতুন কমিটি

১০

সংবিধান সংস্কার কমিশনের প্রধান হয়ে আলী রীয়াজের ফেসবুক স্ট্যাটাস

১১

আলজাজিরার অনুসন্ধান / যুক্তরাজ্যে ৩৬০টি বাড়ি কিনেছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী

১২

রূপপুর পারমাণবিকের প্রথম ইউনিটে ডামি ফুয়েল লোডিং শুরু

১৩

মহেশখালী থেকে অস্ত্রসহ একজনকে আটক করেছে নৌবাহিনী

১৪

নকল সোনার মূর্তি দিয়ে প্রতারণা, গ্রেপ্তার ২

১৫

কুমিল্লায় ট্রাকচাপায় প্রবাসী যুবক নিহত

১৬

ভুল সংশোধনী ও দুঃখ প্রকাশ

১৭

ব্রাহ্মণবাড়িয়া শহরে যানজট নিরসনে পুলিশের অভিযান

১৮

মৃত্যুর সঙ্গে লড়ে হেরে গেলেন গৃহবধূ শারমিন

১৯

সন্তানকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ, সৎ মা আটক

২০
X