সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
চবি প্রতিনিধি
প্রকাশ : ১১ জুলাই ২০২৪, ০৮:০৭ পিএম
আপডেট : ১১ জুলাই ২০২৪, ১০:০২ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশের বাধা উপেক্ষা করেই চবি শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন

কোটা সংস্কার আন্দোলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ও চবি অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
কোটা সংস্কার আন্দোলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ও চবি অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

পুলিশের বাধা উপেক্ষা করে এক দফা আদায়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে কর্মসূচি পালন করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ও চবি অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের কর্মসূচিতে বাধা ও লাঠিচার্জ করেছে পুলিশ। শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের যৌক্তিক আন্দোলন চালিয়ে যাবেন।

বৃহস্পতিবার (১১ জুলাই) সাড়ে ৫টা থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। দেড় ঘণ্টা ধরে চলমান এই অবরোধের ফলে বন্ধ হয়ে আছে যানচলাচল।

এর আগে বিকেল ৪টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে টাইগারপাস মহাসড়ক অবরোধ করতে গেলে পুলিশের বাধার সম্মুখীন হন শিক্ষার্থীরা। পরে সোয়া ৫টার দিকে পুলিশের বাধা উপেক্ষা করে মহাসড়ক অবরোধ করতে গেলে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। এর মধ্যে একজন মেয়ে শিক্ষার্থী রাস্তায় লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক মারধরের শিকার এক নারী শিক্ষার্থী কালবেলাকে বলেন, আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল নিয়ে যাচ্ছিলাম। পুলিশের বাধা উপেক্ষা করে এগিয়ে যেতে চাইলে তারা আমাদের ওপর আক্রমণ করে। সবচেয়ে কষ্টের বিষয়, মহিলা পুলিশ ছাড়াও পুরুষ পুলিশরা আমাদের ওপর হাত তুলেছে। আমরা মেয়েরা যারা ছিলাম সবাই মাটিতে লুটিয়ে পড়ি। একজন মেয়ে শিক্ষার্থীর ওপর কীভাবে একজন পুরুষ পুলিশ হাত তুলতে পারে। আমি এর তীব্র প্রতিবাদ জানাই। যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান ওই শিক্ষার্থী।

আরবি বিভাগের শিক্ষার্থী মুজাহিদুল্লাহ বলেন, আমরা কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই আন্দোলন করতে নেমেছিলাম। কিন্তু পুলিশের এ অতর্কিত হামলার কারণে আমাদের ভাইয়েরা ছত্রভঙ্গ হয়ে যায়। সামনে ও পেছন থেকে পুলিশ এসে আমাদের ওপর লাঠিচার্জ করে। আমরা দৌড়ে গিয়ে কোনোরকম পালিয়ে বাঁচি। এ সময় আমার হাতেও প্রচণ্ড আঘাত পেয়েছি।

এর আগে দুপুর আড়াইটা থেকে চট্টগ্রাম নগরীর বটতলী রেলস্টেশনে অবস্থান করেন তারা। পরে বিকেল সাড়ে ৪টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে রেলস্টেশন থেকে টাইগারপাস মহাসড়ক অবরোধের জন্য গেলে পুলিশ তাদের পথরোধ করে।

এর আগে দুপুর দেড়টার শাটল ট্রেনে চড়ে ২২ কিলোমিটার দূরে বটতলী রেলস্টেশন আসেন শিক্ষার্থীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চবি অধিভুক্ত কলেজ-এর ব্যানারে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা কলেজ বন্ধ ঘোষণা

ঢাকা পলিটেকনিক ও বুটেক্সের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

বগুড়ায় জাপার সাবেক এমপিসহ আ.লীগের ১৬৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

সিলেটে বাসদের মিছিল-সমাবেশ

তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্রকামী মানুষ ঐক্যবদ্ধ : নয়ন

৩০ লাখ টাকা ছিনতাই করতে ছুরিকাঘাত, আটক ১

সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন সৈয়দ জামিল আহমেদ

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণা

‘বিশ্ববিদ্যালয় থেকে পশ্চিমা সংস্কৃতি দূর করতে হবে’

পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দ

১০

ব্রিটিশ বাজারে ‘গাজা কোলার’ বাজিমাত

১১

ইহুদি তরুণদের মধ্যে বাড়ছে গাজায় হামলাবিরোধী মনোভাব

১২

টাকা না দিলেই গায়ে সাপ ছেড়ে দেওয়ার হুঁমকি

১৩

খুলনায় তিন শতাধিক ব্যক্তির নামে মামলা, জানে না বাদী

১৪

অরবিস উড়ন্ত চক্ষু হাসপাতালের দ্বিতীয় সপ্তাহের প্রশিক্ষণ শুরু

১৫

মাদক সংশ্লিষ্ট কাউকে ধরিয়ে দিলেই ৫ হাজার টাকা পুরস্কার

১৬

তিন মাস পর চাঁবিপ্রবির শিক্ষা কার্যক্রম শুরু

১৭

সেন্ট গ্রেগরি স্কুলে সোহরাওয়ার্দীর শিক্ষার্থীদের হামলা-ভাঙচুর  

১৮

রাবির কলা অনুষদ ডিনস অ্যাওয়ার্ড পেলেন ১৩ শিক্ষার্থী

১৯

শেখ হাসিনার ভাতিজা মঈন রিমান্ডে

২০
X