সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ৮ শিক্ষার্থী আহত হয়েছেন। আহত শিক্ষার্থীদের মধ্য ৩ শিক্ষার্থী সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে থেকে বিক্ষোভ মিছিল বের করে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটকের সামনে গেলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশ লাঠিচার্জ করলে সংঘর্ষ হয়।
এ সময় পুলিশি বাধা অতিক্রম করে পরিকল্পনা মন্ত্রণালয় সংলগ্ন সড়কে অবস্থান করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা মিরপুর-ফার্মগেট সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করছেন।
মন্তব্য করুন