পুলিশি বাধা উপেক্ষা করে সরকারি চাকরির সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিলের দাবিতে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকাল সাড়ে চারটার দিকে এ অবরোধ কর্মসূচি পালন করেন তারা।
এর আগে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়। এদিকে এ ঘটনায় দুপুর থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা মহাসড়কে আসার সময় প্রধান ফটকে পুলিশি বাধার মুখে পড়ে।
পরে পুলিশের বাধা উপেক্ষা করেই মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন তারা। মিছিলটি নিয়ে শিক্ষার্থীরা পাশের শেখপাড়া বাজার পযর্ন্ত গিয়ে আবারও প্রধান ফটক সংলগ্ন এলাকায় গিয়ে সড়কে অবরোধ গড়ে তোলেন। পরে আধাঘণ্টার অবরোধ শেষে প্রধান ফটক সংলগ্ন মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে ছাত্র সমাবেশ করেন তারা।
এদিকে অবরোধ চলাকালীন আদালতের নির্দেশের প্রতি শ্রদ্ধা রেখে আন্দোলন স্থগিত রাখার দাবিতে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাসে মিছিল ও প্রধান ফটক সংলগ্ন এলাকায় সমাবেশ করেন। এ সময় শিক্ষার্থীদের জনদুর্ভোগ সৃষ্টি না করে ক্লাসরুমে ফিরে যাওয়ার আহ্বান জানায় শাখা ছাত্রলীগ।
মন্তব্য করুন