সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে কোটাপদ্ধতি সংস্কার করার এক দফা দাবিতে রেলপথ অবরোধের পাশাপাশি এবার আদালতের স্থিতাবস্থা প্রত্যাখ্যান করে সড়কপথ অবরোধ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও চবি অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা। ফলে সড়কের চারপাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
বুধবার (১০ জুলাই) দুপুর ১টার দিকে চট্টগ্রামের টাইগারপাস অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
এর আগে সকাল পৌনে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে চড়ে ১৭ কিলোমিটার দূরে দেওয়ান হাটে আসেন শিক্ষার্থীরা। তারপর দেওয়ান হাট রেলপথ অবরোধ করেন। এর পাশাপাশি চট্টগ্রামের ব্যস্ততম সড়ক টাইগারপাস অবরোধ করেন তারা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর ৩টা) শিক্ষার্থীরা টাইগারপাস সড়কে অবস্থান করছেন।
এ সময় শিক্ষার্থীদের ‘সারা বাংলা খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘মেধা না কোটা? মেধা মেধা’, ‘মেধাবীদের কান্না, আর না, আর না’, কোটার বিরুদ্ধে লড়াই হবে একসঙ্গে’ প্রভৃতি স্লোগান দিতে দেখা যায়।
মন্তব্য করুন