জাবি প্রতিনিধি
প্রকাশ : ১০ জুলাই ২০২৪, ০২:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা জাবি শিক্ষার্থীদের

জাবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ। ছবি : কালবেলা
জাবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ। ছবি : কালবেলা

সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা ইস্যুতে হাইকোর্টের দেওয়া রায়ের ওপর আপিল বিভাগের স্থিতাবস্থা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

বুধবার (১০ জুলাই) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক (ডেইরি গেইট) সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করা শিক্ষার্থীদের পক্ষে এমন ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার আহ্বায়ক আরিফ সোহেল।

আরিফ সোহেল বলেন, ‘আদালত ২০১৮ সালের পরিপত্র বহাল রেখেছে। তবে এখানে কিছু আইনি দুর্বলতা থাকার সুযোগ রয়েছে। আমরা কোটা নিয়ে স্থায়ী সমাধান চাই। সব গ্রেডে অযৌক্তিক এবং বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম মাত্রায় আনতে হবে।’

তিনি বলেন, ‘আমরা আন্দোলন করে জনদুর্ভোগ সৃষ্টি করতে চাই না। আমরা দেশের সুনাগরিক হতে চাই। আমাদের দাবি এ আন্দোলনের মধ্য দিয়েই বারবার টালবাহানা না করে সরকারি চাকরিতে বৈষম্যহীন কোটাব্যবস্থা চলে আসুক, যেটা বারবার পরিবর্তনের দরকার হবে না।’

তিনি আরও বলেন, ‘আমাদের দাবি হচ্ছে সরকারি চাকরির ক্ষেত্রে সব গ্রেডে বৈষম্যমূলক কোটাপ্রথা বাতিল করে সব পক্ষের জন্য মোট ৫ শতাংশ কোটা রাখা যেতে পারে। তাই কোটা সংস্কারের বিষয়ে নির্বাহী বিভাগ থেকে সুনির্দিষ্ট সিদ্ধান্ত না আসা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’

এদিকে কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। তার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোহাম্মদ আলমগীর কবীর শিক্ষার্থীদের মহাসড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানান। তবে কোটা সংস্কারের বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়ে দেন শিক্ষার্থীরা।

এর আগে, বেলা সাড়ে ১১টা দিকে সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের ওপর চার সপ্তাহের জন্য স্থিতাবস্থা জারি করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে এ সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষ ও শিক্ষার্থীদের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করতে বলেছেন আদালত। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য ৭ আগস্ট দিন ধার্য করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের হাতে ‘তথ্যপ্রযুক্তির অগ্রদূত বেগম খালেদা জিয়া’

জগন্নাথ বিশ্ববিদ্যালয় / ক্লাস-পরীক্ষায় না থেকেও বেতন নিচ্ছেন একডজন শিক্ষক-কর্মকর্তা 

৫ টাকায় ব্যাগভর্তি ঈদ বাজার

চীন সফর শেষে দেশের উদ্দেশে ড. ইউনূস

ঈদের তারিখ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া, বাংলাদেশে কবে?

৩৩৪টি পরমাণু বোমার শক্তিতে আঘাত করেছে মিয়ানমার ভূমিকম্প!

ইফতারের দাওয়াত দিতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর

ঈদে নিরাপত্তা হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

কিশোর পলাশ ও ক্ষ্যাপার ‘যামুগারে পাগলা’

আব্দুল জব্বারকে নিয়ে যা বললেন আসিফ আকবর   

১০

প্রশিক্ষণ দিলেন মিলা 

১১

এবার রোজায় দ্রব্যমূল্যে সন্তুষ্ট ৯৫ শতাংশ মানুষ

১২

ছাত্রদল নেতার বিরুদ্ধে সাবেক ছাত্রলীগ নেত্রীর ধর্ষণচেষ্টার মামলা

১৩

ঈদযাত্রায় যেসব বিষয় মাথায় রাখা উচিত 

১৪

সরকার পতনে জবির ৫ শিক্ষক-কর্মকর্তার বেতন বন্ধ

১৫

পদ্মা সেতুতে ১২ ঘণ্টায় টোল আদায় ২ কোটি টাকা

১৬

অস্ত্র খুঁজতে গিয়ে মিলল শতাধিক বস্তা ব্যালট পেপার

১৭

যেসব কারণে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি বেশি হয় 

১৮

গাইবান্ধায় ট্রাক্টর-পিকআপ সংঘর্ষে নিহত ১

১৯

ঈদ করতে গ্রামে গিয়ে বাসচাপায় প্রাণ গেল শিশুর

২০
X