পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুনকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে অফিসের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রেখেছেন বিশ্ববিদ্যালয়টির আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের একাংশ।
মঙ্গলবার (২ জুলাই) সকাল ৯টা থেকে সর্বাত্মক কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন শেষে দুপুর ৩টায় আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে অবরুদ্ধ করেন বলে জানা যায়। ১৫ দফা দাবি আদায়ে দীর্ঘদিন ধরে চলমান আন্দোলনের ৯ম দিনে এ ঘটনা ঘটলো।
এ সময় ভিসি আফিসের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও উপাচার্যের ব্যক্তিগত সহকারী (পিএস) ও নিরাপত্তা অফিসারকে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা।
৪ শতাংশ গৃহঋণ বাস্তবায়ন, কর্মকর্তাদের পদন্নোতি নীতিমালা সংশোধন, কর্মকর্তাদের নিয়োগবিধি সংশোধনসহ ১৫ দফা দাবি আদায়ে জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন চলছিল। দাবি আদায় না হওয়ায় তারা ভিসিকে অবরুদ্ধ করেছেন।
এ বিষয়ে কর্মকর্তা পরিষদের সভাপতি হারুনুর রশিদ ডন বলেন, ‘উপাচার্যকে অবরুদ্ধ করার অভিযোগটি মিথ্যা। তিনি ভেতরে অবস্থান করছেন, ওনি চাইলে বের হয়ে যেতে পারেন। আর দুজন কর্মকর্তাকে যে লাঞ্ছিত করার যে অভিযোগ করা হয়েছে, এটিও সত্য নয়। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করে যাচ্ছি, ওরা এসে আমাদের বাধা দেয়। পরে বিক্ষুব্ধ কর্মকর্তাদের সঙ্গে তাদের হাতাহাতি হয়।’
এ বিষয়ে উপাচার্যের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. কামাল হোসেন বলেন, ‘যে ঘটনা ঘটেছে সেটি দুঃখজনক। সমস্যাটি সমাধানের জন্য কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বসা হচ্ছে। সিদ্ধান্ত হলে সেটা আপনাদেরকে জানাব হবে।’
মন্তব্য করুন