চবি প্রতিনিধি
প্রকাশ : ০১ জুলাই ২০২৪, ০৭:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

‘মেধাবীদের কান্না, আর না, আর না’ স্লোগানে উত্তাল চবি

বৈষম্যবিরোধী ছাত্র সমাবেশে চবির শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
বৈষম্যবিরোধী ছাত্র সমাবেশে চবির শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’; ‘মেধাবীদের কান্না, আর না, আর না’; ‘কোটার বিরুদ্ধে লড়াই হবে একসাথে’ ইত্যাদি স্লোগান তুলে ’বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ব্যানারে সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (১ জুলাই) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে ’বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ এর ব্যানারে সাধারণ শিক্ষার্থীরা এ সমাবেশের আয়োজন করে।

এ সময় শিক্ষার্থীরা চার দফা দাবি পেশ করে- প্রথমত ২০১৮ সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখতে হবে। দ্বিতীয়ত ২০১৮ সালের পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরিতে (সকল গ্রেডে) অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দিতে হবে এবং সংবিধান অনুযায়ী কেবল অনগ্রসর ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কথা বিবেচনা করা যেতে পারে। তৃতীয়ত সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না এবং কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দিতে হবে। চতুর্থত দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

সমাবেশে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, ৭১ এর মুক্তিযুদ্ধ হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে তাহলে মুক্তিযুদ্ধ পরবর্তীতে দেশ স্বাধীনের পরেও আমাদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে কেন। মুক্তিযোদ্ধারা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছেন। আমরাও বৈষম্যমূলক ৫৬ শতাংশ কোটার বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়েছি। সরকারি চাকরিতে কোটা কখনোই কাম্য নয়। সরকারি চাকরিতে কোটা নয়, মেধার ভিত্তিতে মূল্যায়ন করার দাবি জানাচ্ছি।

আরবি বিভাগের শিক্ষার্থী মশিউর রহমান বলেন, আমাদের এই দেশকে বৈষম্যমুক্ত করার জন্য ৩০ লাখ মানুষ প্রাণ দিয়েছে। এরপর স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও বৈষম্যের জিঞ্জির থেকে মুক্ত হতে পারেনি এই দেশ। প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৫৬ শতাংশ কোটা আমরা মেনে নিতে পারি না, আমাদেরকে মেধার ভিত্তিতে চাকরি দিতে হবে।

কোটাপ্রথা বাতিল না হওয়া পর্যন্ত আগামী মঙ্গলবার (০১ জুলাই) ও বুধবার (০২ জুলাই) মানববন্ধন ও সমাবেশের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান 

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে চিংড়ি পোনা আহরণ

গাজী গ্রুপে নিয়োগ, আবদেন করুন শুধু পুরুষরা

বগুড়ায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ঝুঁকিপূর্ণ স্থানে পাহারা

মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিংয়ের ধারাবাহিক অগ্রগতির চিত্র

পরীক্ষামূলকভাবে হাইড্রোজেন জ্বালানি ব্যবহারের পরিকল্পনা সরকারের

ফিল্ড অফিসার নেবে এসিআই

সড়ক অবরোধ করে জবি শিক্ষার্থীদের কোটাবিরোধী আন্দোলন

বন্যায় কুলাউড়ার ৪৮ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ

জন্মের আগে রেজিস্ট্রি; দলিলে আছে সরকারি হাট ও খেলার মাঠ

১০

শিশু কিডনি চিকিৎসক সোসাইটির প্রেসিডেন্ট হলেন অধ্যাপক ডা. আফরোজা বেগম

১১

থানা হাজতে আসামির মৃত্যু, যা মিলল সিসিটিভির ফুটেজে

১২

বিপৎসীমার ওপরে তিন নদীর পানি

১৩

কর্মসূচি ঘোষণা দিয়ে শাহবাগ ছাড়লেন বিক্ষোভকারীরা

১৪

ফ্রান্সে অনন্ত-বর্ষাকে সম্মাননা প্রদান

১৫

কলড্রপ নিয়ে জিপিকে শোকজ

১৬

সিলেটে বন্যা পরিস্থিতি মোকাবিলায় আর্থিক সহযোগিতা যুক্তরাষ্ট্রের

১৭

চট্টগ্রামে কবিরাজ সুলাল হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

১৮

ট্রেন থামিয়ে কোটা বাতিলের দাবিতে আন্দোলনে শিক্ষার্থীরা

১৯

বিদেশে অনুমতি ছাড়াই প্রদর্শিত হচ্ছে ‘তুফান’ 

২০
X