কৃষিগুচ্ছভুক্ত ৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী শনিবার (১২ এপ্রিল) অনুষ্ঠিত হবে। ওই দিন বেলা ৩টা থেকে এক ঘণ্টা পরীক্ষা হবে। এ পরীক্ষার কেন্দ্র নিয়ে বিশেষ সতর্কবার্তা দিয়েছে কৃষিগুচ্ছ কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কৃষিগুচ্ছের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ১২ এপ্রিল বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। এক কেন্দ্রের পরীক্ষার্থী অন্য কেন্দ্রে উপস্থিত হলে তার পরীক্ষা কোনোভাবেই গ্রহণ করা হবে না।
কৃষিবিজ্ঞান বিষয়ের ডিগ্রি প্রদানকারী ৯টি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ৩ হাজার ৮৬৩ আসনের বিপরীতে আবেদন করেছেন ৯৪ হাজার ৩৬ শিক্ষার্থী। এই হিসাবে প্রতিটি আসনে গড়ে লড়বেন ২৫ ভর্তিইচ্ছুক শিক্ষার্থী।
১২ এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া পরীক্ষার সার্বিক বিষয়ে গাকৃবি উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, এ ভর্তি পরীক্ষার মাধ্যমে আমরা দেশের কৃষি শিক্ষা, গবেষণা এবং উন্নয়ন ক্ষেত্রে আরও দক্ষ ও প্রতিভাবান ছাত্রছাত্রীদের জন্য সুযোগ সৃষ্টি করতে পারব। প্রতিষ্ঠাকালীন থেকেই এ বিশ্ববিদ্যালয়টি শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে অত্যন্ত তৎপর বিধায় আমরা ভর্তি পরীক্ষার মাধ্যমে যোগ্য শিক্ষার্থী নির্বাচন করে তাদের আধুনিক কৃষি বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণায় দক্ষ করে তুলতে চাই।
দেশের ৯টি পরীক্ষাকেন্দ্রে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হলো—বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ; গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর; শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা; পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী; চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম; সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট; খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা; হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়, কুড়িগ্রাম।
মন্তব্য করুন