জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে কোটায় ভর্তির আবেদন শুরু হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর ১২টা থেকে এ আবেদন শুরু হয়, যা চলবে ১৭ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ, বি, সি, ডি ও ই ইউনিট ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে যে সব পরীক্ষার্থী বিভিন্ন কোটায় ভর্তির জন্য আবেদন করবে, সে সব পরীক্ষার্থীরা ৮ এপ্রিল দুপুর ১২টা থেকে ১৭ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট https://admission.jnu.ac.bd এ লগইন করে নিম্নবর্ণিত কোটায় প্রয়োজনীয় কাগজপত্রাদিসহ আবেদন করতে হবে।
মুক্তিযোদ্ধা কোটা (FFQ) শুধু মুক্তিযোদ্ধার সন্তানের ক্ষেত্রে প্রযোজ্য। এক্ষেত্রে প্রয়োজন হবে লাল মুক্তিবার্তা বা সরকারি গেজেটের ফটোকপি এবং মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কর্তৃক মূল সনদপত্র।
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় (SEQ) আবেদনকারী শিক্ষার্থীদের জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মূল সনদপত্র ও গোষ্ঠী প্রধান কর্তৃক প্রদত্ত সংশ্লিষ্ট জাতিগত সনদ।
হরিজন ও দলিত কোটায় (HDQ) আবেদনকারী শিক্ষার্থীদের জেলা প্রশাসক/উপজেলা চেয়ারম্যান বা ইউনিয়ন পরিষদ বা ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রত্যয়নপত্র।
প্রতিবন্ধী (Physically Challenged বা Differently Abled) কোটায় (PDQ) আবেদনকারী শিক্ষার্থীদের সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সনদপত্র বা আইডি (প্রয়োজনে শিক্ষার্থীর প্রতিবন্ধীত্ব চিকিৎসক কর্তৃক পরীক্ষা করা হবে)।
খেলোয়াড় কোটায় (BKSP) আবেদনকারী শিক্ষার্থীদের বিকেএসপি কর্তৃক প্রদত্ত এসএসসি অথবা এইচএসসির মূল সনদপত্র। এ ছাড়া পোষ্য (WARD) কোটায় (WQ) আবেদনকারী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র প্রয়োজন হবে।
মন্তব্য করুন