কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৫, ০৫:৪৪ এএম
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ০৫:৫৬ এএম
অনলাইন সংস্করণ

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় গুচ্ছে থাকতে ভিসিদের নির্দেশনা

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে আসন্ন ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ‘গুচ্ছ’ পদ্ধতিতে থাকতে ভিসিদের নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে এক পত্রের মাধ্যমে গুচ্ছে থাকতে ভিসিদের নির্দেশনা দেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব শারমিনা নাসরিন।

পত্রে বলা হয়, ‘বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় সুষ্ঠু উন্নয়ন ও শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে ২০২০ সাল থেকে দেশের সরকারি সাধারণ, কৃষি, প্রকৌশল ও প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সমূহে স্নাতক (সম্মান) পর্যায়ে গুচ্ছ পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চালু করা হয়। শিক্ষার্থী, অভিভাবকসহ সাধারণ জনগণের মধ্যে এটি ব্যাপকভাবে সমাদৃত হয়েছে এবং একটি শিক্ষার্থীবান্ধব কার্যক্রম হিসেবে পরিচিতি পেয়েছে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ২৪টি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে ভর্তি কার্যক্রম পরিচালনা করেছে। তবে সাম্প্রতিক সময়ে কিছু বিশ্ববিদ্যালয় শিক্ষা মন্ত্রণালয়ের অনুরোধ অগ্রাহ্য করে পৃথকভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে। এ কারণে শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য বাড়তি আর্থিক ও মানসিক চাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা শৃঙ্খলার অভাবে উচ্চশিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে বিপর্যয় সৃষ্টি করতে পারে।’

পত্রে আরও বলা হয়, গুচ্ছ ভর্তি পদ্ধতি বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে শিক্ষার্থীদের পক্ষ থেকে একাধিক স্মারকলিপি জমা পড়েছে এবং ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু প্রায় ৫ লক্ষ শিক্ষার্থীর পক্ষে গুচ্ছ পদ্ধতি বহাল রাখার দাবি জানানো হয়েছে। তারা মনে করেন, গুচ্ছ পদ্ধতির মাধ্যমে মেধাভিত্তিক ভর্তি নিশ্চিত হওয়ার পাশাপাশি সময় ও অর্থ সাশ্রয়সহ শিক্ষার্থীদের জন্য আর্থিক এবং মানসিক কষ্ট লাঘব হবে।

গুচ্ছ পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার সমাধান সম্ভব বলে একমত প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। তবে, বিশ্ববিদ্যালয়সমূহে গুচ্ছ পরীক্ষা পদ্ধতি নিয়ে যেসব অসুবিধা সৃষ্টি হচ্ছে, তা দূর করতে সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে এ পদ্ধতির আরও উন্নতি সাধন করা হবে বলে পত্রে উল্লেখ করা হয়েছে।

এর আগে আসন্ন ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় ‘গুচ্ছ’ পদ্ধতি থেকে বের হয়ে নিজস্ব ব্যবস্থাপনায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় ২৪টি বিশ্ববিদ্যালয়। এমন সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনে নামে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। তাদের দাবির প্রেক্ষিতে গুচ্ছ ভর্তিতে থাকতে ভিসিদের এ নির্দেশনা দেয় শিক্ষা মন্ত্রণালয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরির নামে ২৮ লাখ টাকা আত্মসাৎ, মেডিকেল অফিসার আটক

সপ্তাহে ১ দিন কাজ, ৬ দিন ছুটি—এই অবিশ্বাস্য সুযোগটি কোথায়?

দুর্নীতির সংবাদে সাংবাদিক তলবে সিআরইউ’র নিন্দা 

মায়ের বুক খালি করা রাজনীতি আমরা চাই না : ধর্ম উপদেষ্টা

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির তৃতীয় দফা বৈঠক আজ 

মাদকবিরোধী অভিযানে হামলা, গুলিতে যুবক নিহত

সেকেন্ডেই সব ধ্বংস, কেন এই বোমার তাণ্ডব চালাল চীন

আর্থিক প্রতিষ্ঠানে এসি ব্যবহারে বাংলাদেশ ব্যাংকের নতুন পদক্ষেপ

কক্সবাজারে গিয়ে নিখোঁজ এক গ্রামের ৬ জন

বিশ্ব ধরিত্রী দিবস আজ

১০

সংবাদ সম্মেলন করে আ.লীগের কার্যালয়ের দখল ছাড়ল বিএনপি

১১

ইরানের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে চীন  

১২

আজকের দিন কেমন কাটতে পারে, জেনে নিন রাশিফলে

১৩

গাজায় বেঁচে থাকার লড়াই, মৃত্যুর মিছিলে আরও ২৯

১৪

দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৫

২২ এপ্রিল : টিভিতে আজকের খেলা

১৬

ছাত্রলীগ নেতাকে ছাড়াতে থানা ঘেরাও করে নারীদের বিক্ষোভ

১৭

যুদ্ধবিরতির নতুন প্রস্তাবনায় গাজা উপত্যকা

১৮

২২ এপ্রিল : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯

২২ এপ্রিল : জেনে নিন আজকের নামাজের সময়সূচি

২০
X