বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ভর্তি উৎসবের আয়োজন করেছে কালবেলা অনলাইন। এ ভর্তি উৎসবে অংশ নিয়েছে দেশের স্বনামধন্য ১৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয়।
আগামী শুক্রবার (৬ ডিসেম্বর) থেকে এই ভর্তি উৎসব শুরু হয়ে শেষ হবে ১৫ ডিসেম্বর। ভর্তি উৎসবে অংশগ্রহণ করতে কোনো ফি দিতে হবে না।
উৎসবটি মূলত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য। তবে আন্তর্জাতিক শিক্ষার্থীরাও এতে যোগ দিতে পারবেন।
এই উৎসবে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে- ইস্টার্ন ইউনিভার্সিটি, ইউসিএসআই ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ), ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস (ইউল্যাব), স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি), ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ), সাউথইস্ট ইউনিভার্সিটি, ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, দ্য পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ, উত্তরা ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা) এবং নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ।
ভর্তি উৎসবে অংশ নিয়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিস্তারিত জানতে পারবেন। সেই সঙ্গে ২০০টির বেশি প্রোগ্রাম থেকে নিজের জন্য বাছাই করাসহ কুইজেও অংশ নিতে পারবেন।
অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা ভর্তি প্রক্রিয়া, কোর্সের বিবরণ, ফি-স্ট্রাকচার এবং স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করবেন।
কোনো নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ের ভর্তি সম্পর্কে জানতে ‘Visit Website’ - এ ক্লিক করুন।
এ ছাড়া কালবেলার অফিসিয়াল ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং ইভেন্ট পেজে নিয়মিত আপডেট পাওয়া যাবে।
মন্তব্য করুন