রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন- আকবর আলী (২৫), আরিফ (২৩), সাব্বির (২১), সাগর (২৮), হোসেব (২৩), আরিফ হাওলাদার (২০), মমতাজ (২৬) ও ফারুক (২২)।
মোহাম্মদপুর থানা পুলিশ জানায়, বুধবার দিনব্যাপী থানা এলাকার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে নানা অপরাধে জড়িত ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ডাকাতির প্রস্তুতির মামলার ৩ জন ছাড়াও দস্যূতার মামলার ২ জন, ডিএমপি ও অন্যান্য মামলার দুইজনসহ পরোয়ানাভুক্ত এক আসামি রয়েছে। গ্রেপ্তারের পর ইতোমধ্যে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, এর আগে বুধবার (০৯ এপ্রিল) দিনব্যাপী থানা এলাকার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ওই ৮ জনকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ।
মন্তব্য করুন