মোহাম্মদপুর, ধানমন্ডি, হাজারীবাগ, নিউ মার্কেট, এলিফ্যান্ড রোড ও কলাবাগান এলাকার আতঙ্ক এজাজ ওরফে হেজাজকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
সোমবার (১০ মার্চ) মোহাম্মদপুর থানাধীন রায়ের বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি শীর্ষ সন্ত্রাসী ইমনের ঘনিষ্ঠ সহযোগী ছিল। মঙ্গলবার (১১ মার্চ) যৌথ বাহিনীর এক শীর্ষ কর্মকর্তা কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এজাজ দীর্ঘদিন কারা ভোগের পরে গত ১৫ আগস্ট শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম, পিচ্চি হেলাল ও ইমন একসাথে জামিনে বের হয়। জামিনে বের হওয়ার পর থেকেই সন্ত্রাসী এজাজ ঢাকার বিভিন্ন এলাকায় চাঁদাবাজি এবং অপহরণ করে আসছিল। কিছুদিন আগে এলিফ্যান্ট রোডে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে হত্যার উদ্দেশ্যে গুলি ও কোপানো হয়। এই এজাজ ওই ঘটনার প্রধান হামলাকারী।
ওই কর্মকর্তা আরও বলেন, ‘এছাড়াও শীর্ষ সন্ত্রাসী ইমন ও পিচ্চি হেলাল বর্তমানে পলাতক থাকায় তাদের বিভিন্ন সন্ত্রাসী গ্যাং পরিচালনা করে এই এজাজ। তার বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজি ও অপহরণসহ প্রায় ১৫ টি মামলা রয়েছে। ঢাকার বিভিন্ন জায়গায় তার প্রায় ১২০ থেকে ১৫০ সদস্যের বিভিন্ন সন্ত্রাসী সদস্য ও অনুসারী রয়েছে।
মন্তব্য করুন