কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ মার্চ ২০২৫, ০৪:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির নাম ব্যবহার করে লুটপাটে নেমেছে বরিশালের রিপন

বাঁয়ে রিপন হোসেন ও ডানে কক্সবাজার ডিসি অফিসে সেল পারমিশনের আবেদন কপি। ছবি : সংগৃহীত
বাঁয়ে রিপন হোসেন ও ডানে কক্সবাজার ডিসি অফিসে সেল পারমিশনের আবেদন কপি। ছবি : সংগৃহীত

দশ বছর আগে ছিলেন সাধারণ কর্মচারী। সময়ের পরিবর্তনে দখলে নিয়েছেন জমিজমাসহ প্রতিষ্ঠানের মালিকানা। লাগামহীন লুটপাটে জড়িয়েছেন বরিশালের মুলাদী উপজেলার রিপন হোসেন। বিএনপি নেতাদের সঙ্গে ছবি ও পরিচয় ব্যবহার করে প্রতারণা চালিয়ে যাচ্ছেন নিয়মিত।

রিপন হোসেন জন্ম বরিশালে হলেও মুন্সীগঞ্জ জেলাতে কলেজ জীবন শুরু করেন। ২০২৩ সালে ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কলেজ শাখার সভাপতি। পরে নানা অনিয়মের কারণে শিবির থেকে বহিষ্কার করা হয় তাকে। ২০১০ সালের দিকে জামায়াতের রাজনীতিতে যুক্ত হওয়ার চেষ্টা করলেও তার নামে নানা অভিযোগ থাকায় জায়গা হয়নি দলটিতে। ২০১৫ সালের দিকে যুক্ত হয় যুবলীগের সঙ্গে। তৎকালীন যুবলীগের কেন্দ্রীয় নেতা নুরু মিয়ার সঙ্গে যোগ দেয় যুবলীগে। সেখানে বেশিদিন জায়গা পায়নি রিপন। পরে ২০১৯ সালের দিকে যোগ দেয় বিএনপির রাজনীতিতে। ২ বছর কোনো অপকর্মে না জড়ালেও ২০২১ সালের দিকে জড়িয়ে পরে প্রতারণায়।

প্রতারণার মাধ্যমে হোমস্টোন লিমিটেড নামে একটি রিয়েল এস্টেট কোম্পানির এমডি হয়ে যান রিপন। আইন অনুযায়ী কোনো প্রতিষ্ঠানের নামে ঋণ খেলাপি থাকলে সে প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে পরিবর্তনের সুযোগ নেই। কিন্তু দেখা যায় ৪৬ কোটি টাকার ঋণখেলাপি থাকা অবস্থায় প্রতারণা করে ২০২১ সালে হোমস্টোনের এমডি হয় রিপন।

২০২২ সালে আরডিপি ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট নামে একটি আর্থিক প্রতিষ্ঠানের জমি অবৈধভাবে বিক্রি করে দেন রিপন। নিজেকে প্রতিষ্ঠানের সভাপতি দেখিয়ে ভুয়া কাগজপত্র তৈরির মাধ্যমে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার কাছে অল্পমূল্যে বিক্রি করে দেন তিনি। যা নিয়ে পরে মামলা করেন আরডিপির বর্তমান সভাপতি মাহবুবুর রহমান।

চব্বিশের আন্দোলনে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পতন হয় শেখ হাসিনার। একই সঙ্গে নিজের রূপ পরিবর্তন করতে থাকে রিপন। একযুগ আগে কক্সবাজারে হোমস্টোন একটি জমি বায়না রেজিস্ট্রেশন করে আরডিপির নামে। তখন থেকেই জমির দখলে আছে আরডিপি। সম্প্রতি সেই জমি দখলের উদ্দেশে মাঠে নেমেছেন রিপন।

কক্সবাজারের সাবেক এক এমপির নাম ব্যবহার করে কক্সবাজারে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করেছেন বলে অভিযোগ রয়েছে রিপন হোসেনের নামে।

জমির ওপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সম্প্রতি একটি জমি অবৈধভাবে বিক্রির উদ্দেশে কক্সবাজারে সেল পারমিশনের অনুমতি চেয়েছেন সেই রিপন হোসেন। ঢাকার লালবাগের বাসিন্দা মো. আমানুল্লাহ চৌধুরী নামে এক ব্যক্তির কাছে জমি বিক্রির জন্য আবেদন করেছেন কক্সবাজার জেলা প্রশাসক বরাবর। ওই জমির ওপরে আদালতে আরডিপির করা একটি মামলায় নিষেধাজ্ঞা থাকার কারণে আটকা পড়ে যায় সেই আবেদন।

জমি ক্রয়-বিক্রয়ের আবেদনটির বিষয়টি জানতে চাইলে বিষয়টি অস্বীকার করে রিপন হোসেন কালবেলাকে বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না।

তবে রিপন হোসেনের কাছ থেকে জমি ক্রয়ে আগ্রহী আমানুল্লাহ চৌধুরী বলেন, রিপন হোসেনের সঙ্গে গিয়েই দলিলে স্বাক্ষর করে ডিসি অফিসে জমি ক্রয়-বিক্রয়ের জন্য আবেদন করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জে ১৭ লাখ টাকার গার্মেন্টস পণ্য ছিনতাই    

নতুন করে কী হচ্ছে সিরিয়ায়?

ইউআইইউ ‘ইনভেনশিয়াস ৪.১’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন 

বগুড়ায় নির্যাতনে স্ত্রীর মৃত্যু, স্বামী আটক

‘শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন পরোক্ষ ধূমপান কমাবে’

যানবাহন চলাচলে ডিএমপি’র নতুন নির্দেশনা

‘ধর্ষিতার আগে ধর্ষকের জানাজার ব্যবস্থা করতে হবে’

সরকার পতনের পরও থামেনি আমিরুলের মাদক ব্যবসা

বাংলাদেশের অবস্থা ছিল গাজার মতো : গার্ডিয়ানকে ড. ইউনূস

যুক্তরাষ্ট্রে পাকিস্তানি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা, যা জানা যাচ্ছে

১০

ধর্ষণবিরোধী স্লোগানে উত্তাল এফডিসি

১১

‘বিএসইসির ঘটনায় সব কর্মকর্তা-কর্মচারী জড়িত নন’

১২

পাচারের সময় ১৫টি সোনার বারসহ আটক এক

১৩

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে রাজপথে নামার হুঁশিয়ারি ছাত্রদলের

১৪

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ড. আনিসুজ্জামান চৌধুরী

১৫

ছেলের সেমিস্টারের খরচ ৪০০ কোটি পাঠালেন বাংলাদেশি বাবা

১৬

রাষ্ট্রপতিকে স্পিকারের শপথ পড়ানোর বৈধতা চ্যালেঞ্জ করে রিট

১৭

ধূমপান ইস্যুতে দুই তরুণীকে হেনস্তাকারী রিংকু গ্রেপ্তার

১৮

খাদ্য সহায়তা না দিয়েই মাছ শিকারে নিষেধাজ্ঞায় হতাশ জেলেরা

১৯

স্ত্রী-তিন সন্তানসহ সাবেক এমপি পিন্টুর দেশত্যাগে নিষেধাজ্ঞা

২০
X