মাদকসহ বিভিন্ন মামলার আসামি ও চিহ্নিত ছিনতাইকারী নয়ন ওরফে জোড়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার আরও তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (১৮ জানুয়ারি) রাতে গেণ্ডারিয়ার ঘুন্টিঘর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেফতার অন্যরা হলো- মো. ওমর ফারুক (২৩), পলাশ আহম্মেদ (৩৩) ও মো. পান্নু (৩৩)।
পুলিশ জানায়, গত ৩১ ডিসেম্বর রাতে গেণ্ডারিয়া থানার ৭৪ নম্বর রোডের নুর মসজিদের গলি এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতির ঘটনায় মো. মুছা নামের একজনকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। এ সময় মুছার সহযোগী তিনজন পালিয়ে যায়। এ ঘটনায় গেণ্ডারিয়া থানায় গত ১ জানুয়ারি একটি মামলা দায়ের হয়। মামলার তদন্তে প্রাপ্ত তথ্য ও প্রযুক্তির সহায়তায় ছিনতাইয়ের সাথে জড়িত নয়ন ওরফে জোড়া, ওমর ফারুক, পলাশ আহম্মেদ ও মো. পান্নুকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানা যায়, গ্রেপ্তাররা গেণ্ডারিয়া এলাকার সংঘবদ্ধ ছিনতাইকারী ও মাদক কারবারি দলের সক্রিয় সদস্য। গ্রেপ্তার নয়নের বিরুদ্ধে গেণ্ডারিয়া, যাত্রাবাড়ী, শ্যামপুর থানাসহ ঢাকার পাশের জেলার বিভিন্ন থানায় পুলিশ হত্যাচেষ্টা, চাঁদাবাজি, চুরি, ছিনতাই ও মাদকের ১৫টি মামলা রয়েছে। এছাড়া তার সহযোগী ওমর ফারুকের বিরুদ্ধে গেণ্ডারিয়া থানায় একটি মাদকের মামলা রয়েছে।
মন্তব্য করুন