যাত্রাবাড়ী এলাকায় কাঁচামাল পরিবহনকারী চালক ও বাজারের ব্যবসায়ীদের নিকট থেকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে এক চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ।
মঙ্গলবার দিবাগত রাতে যাত্রাবাড়ীর কাজলা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা ওয়ারী বিভাগের ওয়ারী জোনাল টিম। এ সময় তার হেফাজত থেকে চাঁদা আদায়ের ছোট রশিদ বই, উত্তোলনকৃত চাঁদা এক হাজার ৮০০ টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
ডিএমপির গোয়েন্দা-ওয়ারী বিভাগ সূত্রে জানানো হয়, মঙ্গলবার ডিবির ওয়ারী জোনাল টিম ঢাকা মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে তথ্য পায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাজলা নামক স্থানে কতিপয় ব্যক্তি কাঁচামাল পরিবহনকারী চালকদের নিকট থেকে চাঁদা উত্তোলন করছে। এমন তথ্যের ভিত্তিতে ওয়ারীর জোনাল টিম সেখানে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় মনির নামে একজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সাথে থাকা চারজন সেখান থেকে পালিয়ে যায়।
ডিবি সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত মনিরসহ পলাতক চারজন ও অজ্ঞাতনামা ১০-১২ জন পরস্পর যোগসাজসে যাত্রাবাড়ীর বড় কাঁচাবাজার ও মাছের আড়তসহ বিভিন্ন এলাকায় কাঁচামাল পরিবহনকারী চালক ও ব্যবসায়ীদের বিভিন্নভাবে ভয় দেখিয়ে তাদের নিকট থেকে জোরপূর্বক চাঁদা উত্তোলন করে থাকে। গ্রেপ্তারকৃত মনির ও পলাতক চারজনসহ অজ্ঞাতনামা ১০-১২ জনের বিরুদ্ধে ডিএমপির যাত্রাবাড়ী থানায় চাঁদাবাজির একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন