রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মুনতাকিম আলিফ (২৭) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে। তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের পাশাপাশি একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
জানা গেছে, মুনতাকিম আলিফ নিকুঞ্জ এলাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। স্নাতক শেষ করার আগেই গত ১০ মাস ধরে ওই কোম্পানিতে খণ্ডকালীন চাকরি শুরু করেছিলেন তিনি।
খিলক্ষেত থানার ওসি আজহারুল ইসলাম বলেন, মঙ্গলবার সকালে বাসায় যাওয়ার জন্য আরেক সহকর্মীর সঙ্গে বের হন আলিফ। তারা নিকুঞ্জ-১ থেকে ফ্লাইওভারের কাছে যাওয়ার পর ছিনতাইকারীর কবলে পড়েন। তিনজনের মতো ছিনতাইকারী তাদের পথরোধ করে। আলিফ প্রতিরোধ করতে গেলে ছিনতাইকারীদের সঙ্গে টানাহেঁচড়া হয়।
এক পর্যায়ে আলিফের বুকে ছুরি মারে ছিনতাইকারীরা। উদ্ধার করে উত্তরা আধুনিক হাসপাতালে নেওয়ার পর মারা যান তিনি। পরে তার মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়। তবে তার সহকর্মী অক্ষত আছেন।
এ বিষয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে।
নিহতের ফুফাতো ভাই গোলাম কিবরিয়া বলেন, আলিফের গ্রামের বাড়ি ঠাকুরগাঁওয়ে। তিনি কাওলা এলাকায় থাকতেন। তার বাবা ঠাকুরগাঁও জজ কোর্টের পেশকার। আলিফ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে স্নাতকে পড়ছিলেন। তিনি ১০ মাস আগে তথ্যপ্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠানটিতে কাজ শুরু করেন।
মন্তব্য করুন