রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১১ জুন ২০২৪, ০৫:৫০ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহীতে দুই ইমো হ্যাকারের কারাদণ্ড

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, রাজশাহী। ছবি : কালবেলা
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, রাজশাহী। ছবি : কালবেলা

রাজশাহীতে দুই ইমো হ্যাকারকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের দুই লাখ টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। এ ছাড়া অপরাধ প্রমাণিত না হওয়ায় রায়ে একই মামলার সাতজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ জুন) দুপুরে রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক জিয়াউর রহমান এ সাজার রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে দণ্ডপ্রাপ্ত দুজনকে কারাগারে পাঠানো হয়। সাজাপ্রাপ্ত দুই আসামি হলেন রাজশাহীর বাঘা উপজেলার চক নারায়ণপুর গ্রামের হৃদয় আলী (২১) ও নাটোর জেলার লালপুর উপজেলার বিরোপাড়া গ্রামের আরিফুল ইসলাম ওরফে আরিফ (২৫)।

এ বিষয়ে রাজশাহীর সাইবার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা বেগম বলেন, ঢাকার সবুজবাগের আবদুল মালেক নামের এক ব্যক্তি এ মামলার বাদী। ২০২৩ সালের ২ মার্চ নাটোরের লালপুর থানায় তিনি এ মামলা করেন। মামলার অভিযোগে তিনি উল্লেখ করেন, তার বোনজামাই জাকির হোসেন সৌদি আরব প্রবাসী। স্ত্রী ফাতেমা খাতুনের সঙ্গে তিনি সামাজিকমাধ্যম ইমোতে যোগাযোগ করতেন।

২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি দুর্বৃত্তরা জাকির হোসেনের ইমো হ্যাক করে ফাতেমাকে তার বিপদের কথা জানায়। এরপর ফাতেমার কাছ থেকে বিকাশের মাধ্যমে ৫৫ হাজার টাকা হাতিয়ে নেয়। আবদুল মালেক অনেক খোঁজখবর নিয়ে জানতে পারেন, যে বিকাশ নম্বরে টাকা নেওয়া হয়েছে তা রাজশাহীর বাঘা উপজেলা থেকে নিবন্ধন করা। তাই বিষয়টি তিনি র‌্যাবকে জানালে প্রতারণার সঙ্গে জড়িতদের শনাক্ত করে পাঁচজনকে আটক করে র‌্যাব। পরে মালেক বাদী হয়ে মামলা করেন। এ মামলায় সাক্ষ্য গ্রহণ শেষে আদালত দুজনকে দোষী সাব্যস্ত করেন।

তিনি বলেন, আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনের একটি ধারায় আসামিদের পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডেরও আদেশ দেন বিচারক।

একই মামলার অন্য একটি ধারায় এই দুই আসামিকে আরও পাঁচ বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। সাজা একটার পর অন্যটা কার্যকর হবে বলেও রায়ে উল্লেখ করেছেন আদালতের বিচারক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে দিতে পারব, তবে সময় লাগবে’ 

বাংলাদেশে শুল্কারোপ নিয়ে ট্রাম্পের সমালোচনা নোবেলবিজয়ী অর্থনীতিবীদের

তিন দিনের ছুটি নিয়ে ৫ মাস ধরে ইতালিতে ইউএনওর গাড়িচালক

অফিস-আদালতে ঘুষ একটি ট্র্যাডিশন হয়ে গিয়েছিল : হাসনাত

যে কারণে দলে নেই তাসকিন

হাসিনাকে ফেরাতে প্রাথমিক আলোচনা হয়েছে, চূড়ান্ত নয় : পররাষ্ট্র উপদেষ্টা

ফসলি জমির মাটি বিক্রির দায়ে দুজনের কারাদণ্ড

স্ত্রীসহ পাউবোর অতিরিক্ত প্রকৌশলী সফি উদ্দিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্ত্রী ও শ্বশুর-শাশুড়িকে নিয়ে মাদকের কারবার চঞ্চলের

স্ত্রী-সন্তানসহ নজিবুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

১০

জানা গেল ২০২৫ সালের হজ ফ্লাইট শুরুর তারিখ

১১

দুই থানার নাম পরিবর্তন

১২

ট্রলারসহ ১১ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল ‘আরাকান আর্মি’

১৩

যৌতুকের মিথ্যা মামলায় আসামিকে খালাস, উল্টো বাদীকে সাজা

১৪

মুরাদনগরে পুলিশি হয়রানি বন্ধে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চায় বিএনপি

১৫

ইয়াবাসহ মাদককারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১৬

ওমরাহ যাত্রীদের সৌদি ছাড়ার তারিখ নির্ধারণ, অমান্য করলে শাস্তি

১৭

স্ত্রী-সন্তানসহ সাবেক এমপি আলী আজমের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

১৮

খাবারে চেতনানাশক মিশিয়ে চুরি, শিশুসহ ৬ জন হাসপাতালে

১৯

ফ্যাসিস্ট সরকারের সময় আমি নিজেই বঞ্চিত : তুরিন আফরোজ

২০
X