সারা দেশে প্রথম ধাপে অনুষ্ঠিত ১৩৯ উপজেলায় নির্বাচন চলাকালে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২৮ জনকে বিভিন্ন মেয়োদে সাজা দেওয়া হয়েছে।
বুধবার (০৮ মে) নির্বাচন চলাকালে করা অপরাধ আমলে নিয়ে সংক্ষিপ্ত বিচার করে প্রথম শ্রেণির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা এই সাজা দেন।
সাজাপ্রাপ্তদের মধ্যে- ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার হুমায়ন কবিরকে এক বছর ছয় মাসের বিনাশ্রম করাদণ্ড, একই উপজেলার আরও চারজনকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়াও জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মুরশিদুল ইসলাম (১ বছর ৬ মাস সশ্রম কারাদণ্ড ) ও মো. রফিকুল ইসলামকে (এক বছর ছয় মাস সশ্রম কারাদণ্ড), বগুড়ার গাবতলী উপজেলার এমদাদুল হক (বিনাশ্রম কারাদণ্ড), সোনাতলা উপজেলার রানা মিয়া ও আনোয়ার হোসেনকে (০৬ মাসের সশ্রম কারাদণ্ড), সরিয়াকান্দি উপজেলার রোমান খন্দকার ও মমিনকে (৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রমের কারাদণ্ড) সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার নূরুল আমিন (আট মাসের বিনাশ্রম কারাদণ্ড) ও বিশ্বনাথ উপজেলা অলিউর রহমান (৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড), কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার মোজাম্মেল হককে (৩ হাজার টাকা জরিমানা) ,ইব্রাহিমকে (এফ আই আর করা নির্দেশ দিয়েছেন) ও ফরহাদ মিয়া (৫ হাজার টাকা জরিমানা), কক্সবাজারের সদর উপজেলার মাসুদ পারভেজ (৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাস বিনাশ্রম কারাদণ্ড), ঠাকুরগাও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার রাকিবুল ইসলামকে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় জাল ভোট প্রদানের কারণে শিশু আদালতে পাঠানো হয়েছে।
সাজাপ্রাপ্তদের মধ্যে আরও রয়েছেন- কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার ফয়েজ, জাকির হোসেন, মায়েন উদ্দীন, জলেখা আক্তারকে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড এবং খাগড়াছড়ি জেলার রামগড় ও মানিকছড়ি উপজেলারতে আরও দুজনকে সাজা দেওয়ার খবর পাওয়া গেছে।
মন্তব্য করুন