২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে দুদকের করা মামলায় হাজিরা দিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস আদালতে উপস্থিত হয়েছেন।
মঙ্গলবার (২ এপ্রিল) দুপুর ১২টা ৪৩ মিনিটে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে উপস্থিত হন।
এ মামলায় ড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণের বিষয়ে শুনানির জন্য দিন ধার্য রয়েছে।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আস সামছ জগলুল হোসেনের আদালতে এ শুনানি হবে।
আইনজীবী আব্দুল্লাহ আল মামুন এ তথ্য জানিয়েছেন।
এর আগে গত ৩ মার্চ ড. মুহাম্মদ ইউনূস আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন মঞ্জুর করেন। একইসঙ্গে চার্জশিট গ্রহণের বিষয়ে ২ এপ্রিল দিন ধার্য করেন।
মন্তব্য করুন