দেশের সব আবাসিক স্থাপনায় রেস্টুরেন্ট বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রোববার (৩ মার্চ) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেন।
রিটে বেইলি রোডের অগ্নিকাণ্ডের ঘটনায় প্রকৃত দায়ীদের গ্রেপ্তার এবং হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার রাজধানীর বেইলি রোডে অগ্নিকাণ্ডের পর থেকেই চলছে নানা আলোচনা। রাজধানীর আবাসিক স্থাপনায় অবস্থিত রেস্টুরেন্টগুলো নিয়েও শুরু হয় আলোচনা।
এসব আলোচনার মধ্যেই রাজধানীর ধানমন্ডি এলাকার সাতমসজিদ রোডে অবস্থিত গাউসিয়া টুইন পিক-এর স্থপতি মুস্তাফা খালিদ পলাশ ভবনটিতে সাধারণ মানুষকে না যাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।
বেইলি রোডের ঘটনার এখন পর্যন্ত ৪৬ জন মারা যান। এর মধ্যে ৪৩ জনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি তিনজনের পরিচয় এখনো শনাক্ত হয়নি।
মন্তব্য করুন