বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে অযাচিতভাবে হস্তক্ষেপ করা হচ্ছে উল্লেখ করে ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে ১৭৫ বিশ্বনেতার খোলা চিঠির বিষয়ে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
শুক্রবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মো. মোমতাজউদ্দীন ফকির ও সাধারণ সম্পাদক মো. আবদুন নূর দূলালের সই করা বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কয়েকজন নোবেল বিজয়ী, রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং সুশীল সমাজের সদস্যরা একটি খোলা চিঠি দিয়েছেন। চিঠিতে তারা প্রধানমন্ত্রীকে বাংলাদেশের শ্রম আইনে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে চলমান মামলা স্থগিত করার জন্য আহ্বান জানিয়েছেন।
তারা প্রকৃত সত্য জানলে এই চিঠি দিতেন না। তাদের এই চিঠি অসত্য তথ্যনির্ভর। এই চিঠির মধ্য দিয়ে তারা একদিকে বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে অযাচিতভাবে হস্তক্ষেপ করছেন। এ ছাড়া বাংলাদেশের স্বাধীন বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার অপপ্রয়াস চালাচ্ছেন। দায়িত্ববান বিশ্ব নেতাদের কাছে এটি অনাকাঙ্ক্ষিত এবং অনভিপ্রেত।
অন্যদিকে গরিব শ্রমিকের স্বার্থের বিরুদ্ধে তারা অবস্থান গ্রহণ করেছেন উল্লেখ করে এতে বলা হয়, ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রমিকদের অধিকার ক্ষুণ্ন, ট্যাক্স ফাঁকি এবং অন্য যেসব বিচারিক কার্যক্রম চলমান রয়েছে তা আইন এবং ন্যায় বিচারের দাবি করছি। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মনে করছে, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণের মধ্য দিয়েই এ বিচারকার্য চলছে। বিচার কার্যক্রমের কোনো পর্যায়ে ড. মুহাম্মদ ইউনূস যদি সংক্ষুব্ধ হন, তাহলে তার আইনি প্রতিকার বাংলাদেশের প্রচলিত আইনেই রয়েছে।
ড. মুহাম্মদ ইউনূস আইনের ঊর্ধ্বে নন জানিয়ে বিবৃতিতে বলা হয়, শ্রম আইনের মামলা সরকার দায়ের করেনি, তা অধিকার বঞ্চিত শ্রমিকরাই তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য দায়ের করেছেন। বাংলাদেশের বিচার ব্যবস্থা সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ। বিচারকরা স্বাধীন এবং নিরপেক্ষভাবেই তাদের দায়িত্ব পালন করছেন। বাংলাদেশের সংবিধান একটি মানবিক দলিল।
এই সংবিধান অনুযায়ী কেউ আইনের ঊর্ধ্বে নয় এবং সবাই আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। শ্রমিকরাও আইনের সমান আশ্রয় লাভের অধিকারী।
এর আগে শুক্রবার ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে চলমান বিচারপ্রক্রিয়া স্থগিতের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিভিন্ন দেশের নাগরিকদের লেখা খোলা চিঠির প্রতিবাদ জানিয়েছেন দেশের ১৭১ জন বিশিষ্ট নাগরিক।
মন্তব্য করুন