কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫, ০৪:১৯ পিএম
আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ০৪:৩২ পিএম
অনলাইন সংস্করণ

‘আমি নির্দোষ, রাষ্ট্রদূতকে আদালতে আনা হোক’

আদালত প্রাঙ্গণে মো. দেওয়ান সমির। ছবি : কালবেলা
আদালত প্রাঙ্গণে মো. দেওয়ান সমির। ছবি : কালবেলা

আলোচিত মডেল মেঘনা আলমের সহযোগী কাওয়াই প্রতিষ্ঠানের সিইও ও সানজানা ম্যান পাওয়ার প্রতিষ্ঠানের মালিক মো. দেওয়ান সমির আদালতে বলেছেন, ‘আমি নির্দোষ। রাষ্ট্রদূতকে (সৌদি) আদালতে আনা হোক।’

মঙ্গলবার (২২ এপ্রিল) রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা প্রতারণার মামলায় সমিরকে ফের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম।

এদিন সমিরকে একই মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে সমিরকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক মোরশেদ আলম তাকে ফের সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শুনানি শেষে সমিরকে হাজতখানায় নিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের বলেন, ‘আমি নির্দোষ। আমি এ মামলার সাথে জড়িত না। আমার সাথে মেঘনা আলমের সাথে কোনো সম্পর্ক নেই। আমি একজন রেমিট্যান্স যোদ্ধা। আমি জাপানে ছিলাম। আপনারা ধৈর্য ধরুন। সঠিক ফল আসবে। আমি যদি জড়িত হই, সরকার যে শাস্তি দিবে আমি মাথা পেতে নিব।’

এসময় রাষ্ট্রদূতের সাথে আপনার পরিচয় আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘না না। আমি রাষ্ট্রদূতকে চিনি না জানি না। আমি নির্দোষ। আমি সঠিক বিচার চাই। রাষ্ট্রদূতকে আদালতে আনা হোক। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজিকেও আনা হয়। মেঘনাকে আনা হোক।’

এর আগে গত ১২ এপ্রিল মডেল মেঘনা আলমের সহযোগী কাওয়াই প্রতিষ্ঠানের সিইও ও সানজানা ম্যান পাওয়ার প্রতিষ্ঠানের মালিক মো. দেওয়ান সমিরকে (৫৮) জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে তিন দিনের রিমান্ড শেষ হলে পুনরায় তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়।

এজাহার থেকে জানা গেছে, মেঘনা আলম, দেওয়ান সমিরসহ অজ্ঞাতনামা ২/৩ জন একটি সংঘবদ্ধ প্রতারকচক্রের সক্রিয় সদস্য। তারা বিভিন্ন সুন্দরী মেয়েদের দিয়ে বাংলাদেশে কর্মরত বিভিন্ন বিদেশি রাষ্ট্রের কূটনীতিক বা প্রতিনিধি ও দেশীয় ধনাঢ্য ব্যবসায়ীদের প্রেমের ফাঁদে ফেলে অবৈধ সম্পর্ক স্থাপন করিয়ে কৌশলে বিভিন্ন উপায়ে অবৈধ পন্থা অবলম্বনের মাধ্যমে, তাদের সম্মানহানির ভয় দেখিয়ে অর্থ আদায় করে আসছে। দেওয়ান সমির কাওয়ালি গ্রুপ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের সিইও এবং সানজানা ইন্টারন্যাশনাল নামে একটি ম্যানপাওয়ার প্রতিষ্ঠানের ফার্মের মালিক বলে জানা যায়। এছাড়া ইতোপূর্বে মিরআই ইন্টারন্যাশনাল ইভেন্ট ম্যানেজমেন্ট লিমিটেড নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান ছিল। বিভিন্ন আকর্ষণীয় ও স্মার্ট মেয়েদের তার প্রতিষ্ঠানে ব্রান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিয়ে বিদেশি কূটনীতিক ও ধনাঢ্য ব্যবসায়ীদের কাছে সহজে যাতায়াত নিশ্চিত করা এবং দেওয়ান সমির তার ম্যানপাওয়ার ও অন্যান্য ব্যবসাকে অধিকতর লাভজনক প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করানোর লক্ষ্যে, চক্রান্তের অংশ হিসেবে অসৎ উদ্দেশ্যে তার সহযোগী আসামিদের সহায়তায় ও অসৎ উদ্দেশ্যে বিভিন্ন কূটনীতিককে টার্গেট করে ব্লাকমেইলের মাধ্যমে বড় অঙ্কের টাকা চাঁদা হিসেবে দাবি করে আদায় করে থাকে।

এর আগে গত ১০ এপ্রিল বাংলাদেশ বিজয়ী মডেল মেঘনা আলমকে ডিটেনশন আইনে ৩০ দিনের জন্য কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ওই দিন রাত সাড়ে ১০টার দিকে মডেল মেঘনাকে আদালতে হাজির করে আটক রাখার আবেদন করে ডিবি-পুলিশ। পরে আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় জেলা আ.লীগের সহসভাপতি মুজিবুর আটক

মাসের ২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৪ হাজার কোটি টাকা

কুয়েট ভিসির অপসারণের দাবি / রাতে ‘শাহবাগ ব্লকেড’ করবেন শিক্ষার্থীরা 

কল্যাণ ফ্রন্ট নেতা সুবির কুমার বর্ধনের মৃত্যুতে শোক

জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী হামলায় নিহত ২৬

নির্বাচন ব্যবস্থার ওপর জনআস্থা ফেরানোই ইসির বড় চ্যালেঞ্জ : সাইফুল হক

নেগেটিভ ইকুইটি সমন্বয়ে পরিকল্পনা চেয়েছে বিএসইসি

এবার তালা ভেঙে রোকেয়া হলে প্রবেশ করলেন কুয়েট ছাত্রীরা

দেশেই তৈরি হচ্ছে মিতসুবিশি গাড়ি

কৌশলে বিএনপির বিরুদ্ধে দুর্নাম ছড়াচ্ছে আ.লীগের দোসররা

১০

ঢাকা বিমানবন্দরে স্বর্ণ চুরির মামলা অনুসন্ধান করবে দুদক

১১

ফর্মহীন মুশফিককে নিয়ে ভরসা হারাননি মুমিনুল

১২

বিশ্ব অটিজম সচেতনতা দিবসে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের মানবিক আয়োজন

১৩

ডিএনসিসির উচ্ছেদ অভিযান / গুলশানে সড়ক ও ফুটপাতের ২শ অবৈধ দোকান উচ্ছেদ

১৪

হিমালয়ের পর্বতারোহণ / পর্বতারোহী রুপককে আইইবির পতাকা হস্তান্তর

১৫

হাইড্রোজেন নাকি পরমাণু বোমা, কোনটি বেশি ভয়ংকর

১৬

বোরকা পরে এসে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

১৭

চলন্ত নৌকায় বজ্রপাত, মাঝির মৃত্যু

১৮

হেফাজতের মহাসমাবেশ সফলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১৯

ইনসাফের আকাঙ্ক্ষা থেকেই চব্বিশের লড়াই : ব্যারিস্টার ফুয়াদ

২০
X