ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সহায়ক কর্মচারীদের মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সিএমএম আদালতের সম্মেলন কক্ষে এই কর্মসূচির উদ্বোধন করেন ঢাকার সিএমএম মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধনকালে তিনি দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। সিএমএম তার বক্তব্যে সহায়ক কর্মচারীদের প্রচলিত আইন অনুসরণ করে আদালতে তাদের দায়িত্ব সঠিকভাবে পালনের নির্দেশ প্রদান করেন। তিনি আশা করেন এই প্রশিক্ষণের মাধ্যমে কর্মচারীরা তাদের দক্ষতা বৃদ্ধি করতে পারবেন এবং তাদের দায়িত্ব সঠিকভাবে পালনের মাধ্যমে বিচারপ্রার্থী জনগণকে ভালো সেবা প্রদানে সক্ষম হবেন।
অনুষ্ঠান সঞ্চালনা ও কোর্স পরিচালক হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন। অনুষ্ঠানে অন্যান্য এসিএমএমরাসহ ঢাকার সব মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন।
কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সব পর্যায়ের কর্মচারীদের জন্য ০৫ সপ্তাহব্যাপী বিশেষ প্রশিক্ষণ কোর্স পরিচালনা করা হবে। কোর্স শেষে সনদ প্রদানসহ প্রশিক্ষণার্থীদের বিশেষভাবে মূল্যায়ন করা হবে।
মন্তব্য করুন