ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি ও যুক্তরাজ্যের সাবেক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিককে দেশে ফেরাতে বিচারিক আদালতের নির্দেশ মেনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সহযোগিতা চাওয়া হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক আক্তার হোসেন।
বুধবার (১৬ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার দিকে দুদক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
আক্তার হোসেন বলেন, টিউলিপের মামলা আদালতে বিচারাধীন রয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। যেকোনো আসামি যদি নির্ধারিত তারিখে আদালতে উপস্থিত না হয়ে থাকেন তবে তার বিরুদ্ধে ফৌজদারি আইন কার্যবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন।
তিনি বলেন, টিউলিপ সিদ্দিকি যদি আত্মপক্ষ সমর্থন করে কথা বলতে চান তাহলে অবশ্যই তাকে আদালতে হাজির হয়ে বলতে হবে। আগামী ২৭ ও ২৯ এপ্রিল তার আদালতে উপস্থিত হওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে। ওই সময়ের মধ্যে তিনি উপস্থিত না হলে আদালত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন।
মন্তব্য করুন