সেলিব্রিটিদের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যম ও মূলধারার গণমাধ্যমে অনলাইন জুয়া ও বেটিং সাইটের বিজ্ঞাপন এবং প্রচার বন্ধে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) তানজিম রাফিদ নামের ঢাকার এক বাসিন্দা এ রিট আবেদনটি দায়ের করেন।
সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মাহিন এম রহমানের মাধ্যমে দাখিল করা এ আবেদনে অনলাইন জুয়া, বেটিং সাইট ও অ্যাপ্লিকেশনগুলোর বিজ্ঞাপন ও প্রচার বন্ধে সরকারের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে।
রিটে অনলাইন জুয়া ও বেটিং গেমের বিস্তার রোধে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন আইনগতভাবে বহির্ভূত ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আবেদন জানানো হয়েছে।
এ ছাড়া তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্মগুলোতে জনপ্রিয় সেলিব্রেটিদের দ্বারা অনলাইনে জুয়া/বেটিং গেমের বিস্তার রোধ এবং অনলাইনে বিজ্ঞাপন প্রচার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানাানো হয়েছে।
রিটে ডাক ও টেলিযোগাযোগ সচিব, তথ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, সংস্কৃত বিষয়ক সচিব, পুলিশের মহাপরিদর্শকসহ (আইজিপি) সাতজনকে বিবাদী করা হয়েছে।
রিট আবেদনে বলা হয়েছে, সংশ্লিষ্ট বিষয়ে স্থায়ী সমাধানে ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠনের জন্য সরকারকে নির্দেশ দিতে হাইকোর্টের প্রতি অনুরোধ জানানো হলো।
বিষয়টি নিয়ে আইনজীবী মাহিন এম রহমান বলেন, বাংলাদেশের প্রচলিত আইন ও সংবিধান অনুযায়ী জুয়া ও বেটিং নিষিদ্ধ। ‘অনলাইনে জুয়ার প্রচারণায় তারকারা’ শিরোনাম একটি জাতীয় দৈনিকের প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে রিটটি দায়ের করা হযয়েছে। আগামী সপ্তাহে হাইকোর্টের যেকোনো একটি বেঞ্চে রিট আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানান আইনজীবী মাহিন এম রহমান।
মন্তব্য করুন